সজিবুল ইসলাম, ডোমকল: শাপলা ফুল তুলতে গিয়ে পুকুরে ডুবে একই বাড়ির দুজন বালক সহ মোট তিন জন বালকের মর্মান্তিক সলিল সমাধি হয়েছে। ওই ঘটনায় এলাকার মানুষ মর্মাহত। শুক্রবার দুপুরের দিকে ঘটনাটি ঘটেছে মুর্শিদাবাদের রানিনগরের আড়লপাড়া গ্রামের লা-ডুবা ( নৌকোডুবা ) এলাকায়। পুলিশ সূত্রে জানা গিয়েছে মৃতদের নাম ফারুক ইয়াসিন (৯), সাকিল শেখ(৭) এরা একই বাড়ির সম্পর্কে খুড়তুতো দাদা ভাই। অন্যজন বাদশা শেখ (৮)। তার বাড়ি ঘটনাস্থল থেকে দু’কিলোমিটার দুরে মোহনগঞ্জে।
আবার ইসলামপুর থানার গোয়াসের কাজীপাড়া এলাকার সালাম শেখ নামের এক শিশু ইলেকট্রিক শকে মৃত্যু হয়,অন্য দিকে পাহাড় পুর অঞ্চলের মুক্তার পুর এলাকার দুই বছরের সাদিয়া খাতুন নামের এক শিশু জলে ডুবে মৃত্যু হয়। স্থানীয় সূত্রে জানা যায় যে শুক্রবার সকাল দশটার দিকে তিনজন মিলে পুকুর থেকে শাপলা ফুল তুলতে গেলাম বলে বাড়ি থেকে বেড়িয়ে গিয়েছিল। দুপুর পর্যন্ত ফিরে না আসায় বাড়ির লোকেদের টনক নড়ে। পড়ে খোঁজ করতে গিয়ে দেখে নৌকাডুবা এলাকার পুকুর পাড়ে ছেলেদের জুতো পড়ে আছে, কিন্তু তাদের খোঁজ নেই। তখনই তাদের সন্দেহ হয়। ফলে কাল বিলম্ব না করে পুকুরে নেমে খোঁজ করতেই প্রথমে একজনের মৃতদেহ উদ্ধার হয়। তাই দেখে আরও লোকজন নেমে তল্লাশী করতেই পর পর আরও দু’জন সহ মোট তিনজনের দেহ উদ্ধার হয়।” ঘটনায় ব্যাপক চাঞ্চল্য ছড়ায় এলাকায়। খবর পেয়ে রানিনগর ২ ব্লকের বিডিও অফিস থেকেও আধিকারিকেরা গিয়ে শোকার্ত পরিবারের লোকেদের সঙ্গে কথা বলেন। ঘটনাস্থলে যায় রানিনগরের ওসি রবীন্দ্রনাথ বিশ্বাস সহ অনেকে।
All Rights Reserved © Copyright 2024 | Design & Developed by Webguys Direct