আপনজন ডেস্ক: অসমের দরং জেলার ঢোলপুরের গরুখুটিতে উচ্ছেদ অভিযান পুলিশের গুলিতে দুজনের মৃত্যু হয়। অসমের বিরোধী দলনেতা দেবব্রত শইকিয়ার অভিযোগের ভিত্তিতে অসম মানবাধিকার কমিশন তদন্তে নামে। কমিশন জানিয়েছে, উচ্ছেদ অভিযানে চরমভাবে লঙ্ঘিত হয়েছে মানবাধিকার। তবে, বিষয়টি নিয়ে তদন্তের আগে কমিশন অসম সরকারের স্বরাষ্ট্র বিভাগকে এই ঘটনার জন্য বিশেষ তদন্ত কমিশন গঠন করার কথা বলে।
জানা গেছে, অসমের বিরোধী দলনেতা দেবব্রত শইকিয়ার দায়ের করা একটি অভিযোগ গ্রহণ করে কমিশন বৃহস্পতিবার তার রিপোর্টে বলেছে, যথাযথ পর্যবেক্ষণ করার পরে মানবাধিকার লঙ্ঘনের বিষয়টি স্পষ্ট হয়েছে। তবে, দরং জেলার ঢোলপুরের গোরুখুটিতে সম্প্রতি সংঘটিত ঘটনার তদন্ত করার জন্য তদন্ত কমিশন ১৯৫২-এর অধীনে একটি কমিশন চালু করা হয়েছে কিনা সে ব্যাপারে খোঁজ নেয় কমিশন।
অসম মানবাধিকার কমিশন সে রাজ্যের স্বরাষ্ট্র বিভাগকে ২১ দিনের মধ্যে গৃহীত পদক্ষেপ সম্পর্কে রিপোর্ট দিতে বলেছে এবং ওই রিপোর্টের ভিত্তিতে পরবর্তীতে সিদ্ধান্ত নেওয়া হবে।
গত ২১ ও ২৩ সেপ্টেম্বর উচ্ছেদ অভিযানের সময় মানবাধিকার লঙ্ঘনের অভিযোগ তুলে দেবব্রত শইকিয়া এই অভিযোগ দায়ের করেন। দ্বিতীয় দিনে পুলিশের গুলিতে ১২ বছরের এক বালকসহ দুজন নিহত হয়। শইকিয়ার অবিযোগ করার একই দিনে নিখিল ভারত কৃষক সভা, জাতীয় সুরক্ষা মঞ্চ এবং সম্মিলিত ঐক্য মঞ্চ যৌথভাবে দায়ের আরেকটি অভিযোগ কমিশনে পেশ করেছে।
All Rights Reserved © Copyright 2024 | Design & Developed by Webguys Direct