নাজিম আক্তার, চাঁচল: টাকার বিনিময়ে পরীক্ষার খাতায় পড়ুয়াদের নম্বর বাড়িয়ে দেওয়ার অভিযোগ উঠল চাঁচল কলেজের বাংলা ও আরবি বিভাগের শিক্ষকদের বিরুদ্ধে।ঘটনায় শুক্রবার কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষক অজিত বিশ্বাসকে ঘেরাও করে অবস্থান বিক্ষোভ দেখালেন কলেজের পড়ুয়া ও তৃণমূল ছাত্র পরিষদের কর্মীরা।চার ঘন্টা ধরে চলে সেই বিক্ষোভ।অধ্যক্ষের তদন্তের আশ্বাসে বিক্ষোভ তুলে নেন পড়ুয়ারা।তিনি সাফ বলেন,‘অভিযোগ প্রমাণিত হলে কাউকে ছাড়া হবেনা। তাঁদের বিরুদ্ধে কড়া ব্যবস্থা গ্রহণ করা হবে।’
পড়ুয়াদের অভিযোগ,চাঁচল কলেজের অারবি ও বাংলা বিভাগের শিক্ষকরা টাকার বিনিময়ে নম্বর বাড়িয়ে দিচ্ছেন।যেসমস্ত ছাত্রছাত্রী তাদের কাছে টিউশনি পড়বে তাদেরকেও নম্বর বাড়িয়ে দেওয়া হবে বলে জানিয়েছেন।এর বিনিময়ে পড়ুয়াদের কাছ থেকে ৩০০- ৪০০ টাকা নেওয়া হচ্ছে বলে অভিযোগ।করোনা আবহে প্রথম সেমিস্টার বাড়িতে বসেই পরীক্ষা নেন কলেজ কর্তৃপক্ষ। তারপর পরীক্ষাপত্র অনলাইনে অথবা কলেজে গিয়ে জমা দেন ছাত্রছাত্রীরা।উত্তরপত্র দেখেন কলেজের সংশ্লিষ্ট বিষয়ের অধ্যাপক-অধ্যাপিকারা।কলেজের শিক্ষক-শিক্ষিকারা যেহেতু নিজেরাই উত্তরপত্র দেখে নম্বর দেন তাই নম্বর বাড়িয়ে দেওয়ার ক্ষেত্রে পক্ষপাতিত্বের অভিযোগ উঠা স্বাভাবিক।এমনটাই অভিযোগ পড়ুয়াদের।
চাঁচল-১ নং ব্লকের টিএমসিপির সভাপতি গোলাম মোস্তফার বলেন ‘আমরা সূত্র মারফত জানতে পারলাম প্রথম সেমিস্টারের বাংলা ও আরবি বিভাগের কয়েকজন ছাত্র ছাত্রীকে ৩০০-৪০০ টাকার বিনিময়ে নম্বর বাড়িয়ে দিচ্ছে শিক্ষকরা। ফলে মেধারা পিছিয়ে যাচ্ছে।এমন কার্যকলাপ রুখতে বিক্ষোভ দেখিয়েছি।’ চাঁচল কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ অজিত বিশ্বাস জানান,লিখিত অভিযোগ পাইনি।তবে অভিযোগ প্রমাণিত হয় তাঁদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে।
All Rights Reserved © Copyright 2024 | Design & Developed by Webguys Direct