অমরজিৎ সিংহ রায়, বালুরঘাট: পড়ুয়াদের করোনার টিকা করন প্রক্রিয়া শুরু হলো নাথালিয়ার মূর্মু মেমোরিয়াল কলেজে। দক্ষিণ দিনাজপুর জেলার তপন ব্লক প্রশাসনের উদ্যোগে শুরু হয়েছে এই টিকাকরণ কর্মসূচি। যেখানে টিকাকরণ কর্মসূচি সূচনালগ্নে উপস্থিত ছিলেন তপন ব্লক সমষ্টি উন্নয়ন আধিকারিক মাসুদ করিম শেখ, ব্লক স্বাস্থ্য আধিকারিক গণেশ সরদার সহ অন্যান্য স্বাস্থ্য কর্মীরা।
জানা গিয়েছে এদিনের এই ক্যাম্প থেকে ২৩৭ জন পড়ুয়াকে দেয়া হয় করোনা ভ্যাকসিন এর প্রথম ডোজ। এবিষয়ে তপন ব্লক সমষ্টি উন্নয়ন আধিকারিক মাসুদ করিম শেখ জানান,তপন নাথালিয়ার মূর্মু মেমোরিয়াল কলেজে টিকা করন প্রক্রিয়া শুরু হয়েছে ।সেখানে যারা পড়ুয়া রয়েছেন তারা ভ্যাকসিন নিতে পারছেন। মোট ২৩৭ জনকে আজ টিকা দেয়ার প্রস্তুতি নেয়া হয়েছে। প্রথম পর্যায়ে মূলত দুদিন এই টিকা করণ কর্মসূচি চলবে। কোনো কারণবশত কোন পড়ুয়া যদি বাদ যান তাহলে তাদেরকে পরবর্তীতে ক্যাম্প করে টিকা দেবার ব্যবস্থা করা হবে।
All Rights Reserved © Copyright 2024 | Design & Developed by Webguys Direct