অমরজিৎ সিংহ রায়, বালুরঘাট: রাস্তার দাবিতে বিক্ষোভ ও ডেপুটেশন কর্মসূচিতে শামিল এলাকাবাসীরা।শুক্রবার দক্ষিণ দিনাজপুর জেলার বংশীহারী ব্লকের অন্তর্গত পিছলা, রসুলপুর ও আঙ্গারুন এলাকার শতাধিক মানুষ দক্ষিণ দিনাজপুর জেলার জেলাশাসক ও জেলা পরিষদের সভাধিপতির নিকট ডেপুটেশন কর্মচারীদের শামিল হয়।
বালুরঘাট হাই স্কুল ময়দান থেকে শুরু হয়ে এই বিক্ষোভ কর্মসূচি জেলা প্রশাসনিক ভবন ও তারপর জেলা সভাধিপতির কার্যালয়ে পৌঁছয়।বিক্ষোভ ও ডেপুটেশন কর্মসূচিকে কেন্দ্র করে এদিন জেলার প্রশাসনিক ভবন ও জেলা পরিষদের সভাধিপতির দপ্তরের চত্বরে প্রচুর পুলিশ মোতায়েন ছিল কোনো অপ্রীতিকর ঘটনা এড়াতে। জানা গিয়েছে ,পিছলা, আঙ্গারুন, রসুলপুর এলাকার সাধারণ মানুষের দীর্ঘদিনের দাবি এলাকার চলাচলের অযোগ্য রাস্তাটিকে পাকা করবার।রসুলপুর থেকে চন্ডীতলা পর্যন্ত প্রায় ৮ কিমি রাস্তা সংস্কারের দাবি নিয়ে তারা বারংবার স্থানীয় প্রশাসনের দ্বারস্থ হলেও কেউ তাদের কথা শুনেনি।অন্যদিকে চলাচলের গুরুত্বপূর্ণ রাস্তাটি সংস্কার না করার ফলে তাদের বেশ সমস্যায় পড়তে হয়। আর এই সমস্যা আরো দ্বিগুন আকার ধারণ করে বর্ষার সময়।অসুস্থ রোগীদের চিকিৎসার জন্য হাসপাতালে নিয়ে যাওয়া থেকে শুরু করে পড়ুয়াদের স্কুল, কলেজে যেতে বেশ সমস্যায় পড়তে হয় রাস্তার কারণে। তাই এদিন এই সমস্ত এলাকার শতাধিক সাধারণ মানুষ শুক্রবার জেলা শাসক আয়েশা রানি এ ও জেলা পরিষদের সভাধিপতি লিপিকা রায় দ্বারস্থ হন।
এবিষয়ে বীরেন মহন্ত নামে এক গ্রামবাসী জানান, রাস্তা সংস্কারের জন্য ২০১৪ সাল থেকে আমরা স্থানীয় প্রশাসনের কাছে বারংবার আবেদন করে আসছি।অথচ সেই বেহাল রাস্তা সংস্কারের জন্য কোনরকম ভূমিকা গ্রহণ করতে প্রশাসনকে আমরা দেখতে পাইনি। তাই আজ বংশীহারী ব্লক এলাকা থেকে আমরা বালুরঘাটে এসেছি জেলা শাসক ও জেলা পরিষদের সভাধিপতির কাছে ডেপুটেশন দেবার জন্য।আজকে আমরা প্রশাসনের দরজায় এসেছি আমাদের দাবি নিয়ে। এরপরে প্রশাসনকে আমরা আমাদের দরজায় নিয়ে যাব এটাই আমাদের অঙ্গীকার।
All Rights Reserved © Copyright 2024 | Design & Developed by Webguys Direct