রাজু আনসারী, অরঙ্গাবাদ: সর্বধর্ম সহাবস্থানের বাংলায় ফের মানবিকতার চিত্র ফুটে উঠল। ক্যানসার আক্রান্ত মৃত এক বৃদ্ধা মহিলার শেষকৃত্য সম্পন্ন এলাকার মুসলিমরাই। বহন করলেন তার যাবতীয় খরচপাতিও। ঠিক যেন মানবতার মহামন্ত্র উচ্চারিত হল, মানুষ মানুষের জন্য। জীবন জীবনের জন্য। এমনই সাম্প্রদায়িক সম্প্রীতির অনন্য চিত্র লক্ষ করা গেলো মুর্শিদাবাদ জেলার সামসেরগঞ্জে। জানা গিয়েছে, সামসেরগঞ্জ থানার বোগদাদনগর গ্রামে একশো শতাংশ মুসলিম অধ্যুষিত এলাকায় একটিই মাত্র হিন্দু পরিবার বসবাস করে। বেশ কিছুদিন থেকেই ওই হিন্দু পরিবারের এক মহিলা পবিত্র রবিদাস (৫৫) ক্যান্সারে আক্রান্ত হয়ে অসুস্থ হয়ে পড়েছিলেন। শুক্রবার সকালেই মৃত্যুবরণ করেন তিনি। অসুস্থ অবস্থায় পাশে থাকার পাশাপাশি মৃত্যুর খবরে ছুটে আসেন এলাকার মুসলিম সম্প্রদায়ের মানুষজন।
স্থানীয় মসজিদের ইমাম মাওলানা ফেকারুল ইসলাম, বাসিন্দা সাদেমান আলী, সফিকুল ইসলাম, নূর ইসলামদের তৎপরতায় শুরু হয় শেষ কৃত্য করার কাজ। গরিব পরিবার হওয়ায় যাবতীয় খরচ এলাকার মানুষজনই বন্দোবস্ত করেন। তারপরেই সামশেরগঞ্জের পাহাড় ঘাঁটি এলাকায় তার শেষকৃত্য করতে নিয়ে যান মুসলিম সম্প্রদায়ের মানুষজন। অন্যান্য সময়ের মতো বিপদের সময়েও মুসলিম প্রতিবেশীদের পাশে পেয়ে স্বস্তি পান মৃতের পরিবার। জাতধর্ম না দেখে প্রতিবেশী হিন্দু মহিলার শেষকৃত্য করে কার্যত সাম্প্রদায়িক সম্প্রীতির অনন্য উদাহরণ দিয়েছেন এলাকার মুসলিম সম্প্রদায়ের মানুষ।
মৃত পবিত্র রবিদাসে স্বামী বিনোদ রবিদাস জানান, আমরা এই গ্রামে ৫০ বছর ধরে বসবাস করে আসছি। আমি প্রথমেই এই গ্রামের মুসলিম ভাইদের ধন্যবাদ জানাই। আমাদের বিপদের সময় যেভাবে মুসলিম ভাইয়েরা পাশে এসে দাঁড়িয়েছেন তা তো সত্যিই খুব ভালো লাগছে। আমারা একে অপরে একসঙ্গে বস বাস করতে চাই।
স্থানীয় বাসিন্দা সাদেমান আলি জানান, মানুষে মানুষে ভেদাভেদ নয়, সবাই আমারা সম্প্রীতির বন্ধনে থাকতে চাই। প্রতিবেশীর পাশে থাকা আমাদের নৈতিক কর্তব্য। হিন্দু না মুসলিম, জাত দেখে নয়। মৃত পবিত্র রবিদাস আমাদের গ্রামের'ই বাসিন্দা। তাঁর মৃত্যুতে আমরা শোকাহত। তার শেষকৃত্যে আমরা সকলে ভেদাভেদ ভুলে শামিল হয়ে দেশের ধর্মনিরপেক্ষতাকে শ্রদ্ধা জ্ঞাপন করা হল। এলাকাবাসীর এই সহানুভূতি ও ধর্ম না দেখে অন্যের সাহায্যে এগিয়ে আসার কাজ বিভিন্ন মহলে প্রশংসা পাচ্ছে।
All Rights Reserved © Copyright 2024 | Design & Developed by Webguys Direct