আপনজন ডেস্ক: গোয়ার প্রাক্তন কংগ্রেস মুখ্যমন্ত্রী লুইজিনহো ফালেইরো কংগ্রেস ছেড়ে তৃণমূলে যোগ দিয়েছেন। এর আগে অসমের বিশিষ্ট কংগ্রেস নেত্রী সুস্মিতা দেবও তৃণমূলে এসেছেন। একে একে নতুন নতুন চমক সৃষ্টি করে চলেছে নির্বাচনের আগে এরকম আরো চমক দেখা গেলে াবাক হওয়ার কিছূ থাকবে না। এই সব তাবড় নেতাদের তৃণমূলে যোগ দেওয়ার পিছনে ভোটকুশীল প্রশান্ত কিশোরের বিশেষ ভূমিকার কথা সামনে আসতে শুরু করেছে।
সূত্রের খবর, প্রশান্ত কিশোরের আইপ্যাকের সদস্যদের সঙ্গে মেঘালয়ের প্রাক্তন মুখ্যমন্ত্রী মুকুল সাংমার সঙ্গে আলোচনা হয়েছে তৃণমূলে েযাগ দেওয়ার ব্যাপারে।
সূত্রের খবর, প্রশান্ত কিশোরের দলের সদস্যরা তৃণমূলের পক্ষ থেকে মুকুল সাংমার সঙ্গে আলোচনা করছেন। যদিও সাংমা তৃণমূলে যোগ দেওযার প্রস্তাব নিয়ে কোনও মন্তব্য এখনও করেননি।
জানা গেছে, প্রাক্তন মুখ্যমন্ত্রী সাংমা এবং কংগ্রেস হাইকমান্ডের মধ্যে মতভেদ দেখা দেওয়ায় দল ছাড়ার জল্পনাকে উস্কে দিয়েছে। মেঘালয় কংগ্রেসের প্রধান হিসাবে কংগ্রেস সাংসদ ভিনসেন্ট পালার নিয়োগে সাংমা অসন্তুষ্ট ছিলেন।
গত সপ্তাহে রাজধানী শিলং-এ সংবাদ মাধ্যমকে উদ্দেশ্য করে মুকুল সাংমা, যিনি বর্তমানে মেঘালয় বিধানসভার বিরোধী দলনেতা বলেছিলেন, তিনি দলের মধ্যে "কোর্স সংশোধনের" জন্য চাপ দেবেন।
সাংমা বলেছিলেন, "আমি আমাদের দলের চার দেয়ালের মধ্যে উপযুক্ত স্তরে মত সংশোধনের জন্য চাপ দেব, আমি সেটাই করব।"
তবুও প্রশান্ত কিশোরের সঙ্গে আলোচনার পর সাংমার তৃণমূলে যোগ দেওয়া নিয়ে জোর চর্চা চলছে।
All Rights Reserved © Copyright 2024 | Design & Developed by Webguys Direct