আপনজন ডেস্ক: শেষদিনে বাজিমাত টাটা গোষ্ঠীর। এয়ার ইন্ডিয়ার বিলগ্নীকরণ এর শেষ দিনে দরপত্র জমা দিয়ে তারা জাতীয় বিমান সংস্থাকে কিনে নিল। সর্বোচ্চ দর হাঁকিয়ে নিজেদের দখলে রাখল এয়ার ইন্ডিয়াকে। তাদের সঙ্গে এই লড়াইয়ে টক্কর দিয়েছিল স্পাইস জেট। কিন্তু শেষ পর্যন্ত পিছিয়ে আসতে হল স্পাইসজেট কে। এর আগে কেন্দ্রীয় প্রতিনিধিদের সঙ্গে দেখা করেছিলেন টাটা গ্রুপ ও স্পাইস জেটের প্রতিনিধিরা। তারপরেই কানাঘুষা শুরু হয়ে গিয়েছিল। আর এদিন সরকার নির্ধারিত মূল্যের চেয়ে তিন হাজার কোটি টাকা বেশি দিয়ে এয়ার ইন্ডিয়াকে কিনল টাটা। এর আগে কেন্দ্রীয় অসামরিক বিমান পরিবহন মন্ত্রকের দায়িত্ব নিয়ে জ্যোতিরাদিত্য সিন্ধিয়া জানিয়েছিলেন, ১৫ সেপ্টেম্বর এয়ার ইন্ডিয়ার বিলগ্নীকরণ এর দরপত্র দেওয়ার শেষ তারিখ।
শেষ দিনে দরপত্র জমা দিয়েছিল টাটা গোষ্ঠী। উল্লেখ্য, ১৯৩২ সালে টাটা গোষ্ঠীর হাত ধরেই পথ চলা শুরু হয়েছিল টাটা এয়ারলাইন্সের। এরপর ১৯৪৬ সালে টাটা এয়ারলাইন্স বদলে হয়ে যায় এয়ার ইন্ডিয়া। যদিও ১৯৫৩ সালে টাটার হাত থেকে এই উড়ান সংস্থাকে অধিগ্রহণ করেছিল কেন্দ্র। দীর্ঘ ৬৮ বছর পর দেনার দায়ে ধুঁকতে থাকা ভারতীয় বিমান সংস্থা কে আবারও নিজেদের দখলে নিল টাটা।
All Rights Reserved © Copyright 2024 | Design & Developed by Webguys Direct