সঞ্জীব মল্লিক, বাঁকুড়া: রাজ্য সড়কের ওপর দিয়ে বিপদসীমার ওপর বইছে জল সোনামুখী শহরের সঙ্গে যোগাযোগ বিচ্ছিন্ন বহু গ্রামের । সোনামুখীর শালী নদীতে বন্যা রাজ্য সড়কের উপর দিয়ে বইছে বিপদসীমার ওপরে জল সোনমুখী শহরের সঙ্গে যোগাযোগ বিচ্ছিন্ন বহু গ্রামের
নিম্নচাপের কারণে অতিরিক্ত বৃষ্টির ফলে সোনামুখীর শালী নদীতে বন্যা পরিস্থিতি তৈরি হয়েছে । ফলে শালী নদী তীরবর্তী পিড়রাবনী গ্রাম জলবন্দি এছাড়াও মহেশপুর রাওতোড়া সহ বেশ কয়েকটি গ্রামে জল ঢুকেছে । অন্যদিকে সোনামুখী পৌরসভার ১৪ নম্বর ওয়ার্ডের বাগদী পাড়া সহ বেশ কয়েকটি ওয়ার্ড জলমগ্ন । সাধারণ মানুষের বাড়িতে ইতিমধ্যেই জল ঢুকে গিয়েছে । সব থেকে বেশি সমস্যায় পড়তে হয়েছে সোনামুখী শহরের সঙ্গে যোগাযোগ বিচ্ছিন্ন হওয়াতে রোগী ও রোগীর আত্মীয়রা সোনামুখী গ্রামীণ হাসপাতাল পৌঁছাতে পারছেন না । পাশাপাশি যারা নিত্যপ্রয়োজনীয় কাজে সোনামুখী শহরে বিভিন্ন কাজের তাগিদে যান তারাও যেতে পারছেন না । রাজ্য সড়কের ওপর দিয়ে বিপদসীমার ওপর জল বইছে সে কারণে বহু গ্রামের সঙ্গে সোনামুখী শহরের এই মুহূর্তে যোগাযোগ বিচ্ছিন্ন রয়েছে । বাঁকুড়া জেলা প্রশাসন ও সোনামুখী ব্লক প্রশাসন তৎপরতার সঙ্গে কাজ শুরু করেছে । জলমগ্ন এলাকাগুলি থেকে সাধারণ মানুষদের নিরাপদ আশ্রয়ে সরিয়ে নিয়ে যাওয়া হচ্ছে এবং তাদের থাকা ও খাওয়ার সুবন্দোবস্ত করা হচ্ছে । শালী নদী তীরবর্তী ইটভাটা গুলি জলের তলায় ফলে তাদেরকেও ব্যাপক ক্ষতির মুখে পড়তে হচ্ছে ।
All Rights Reserved © Copyright 2024 | Design & Developed by Webguys Direct