নাজিম আক্তার, হরিশ্চন্দ্রপুর: দক্ষিণে যখন হাইভোল্টেজ প্রার্থীদের নিয়ে উপনির্বাচন সেইদিনই একাধিক দুর্নীতির অভিযোগ উঠলো উত্তর মালদহের চাঁচলের শাসকদলীয় গ্রাম পঞ্চায়েতের বিরুদ্ধে।এলাকা আলোকিত করার জন্য বসানো হয়েছিল দুটি উচ্চ বাতি স্তম্ভ।অভিযোগ, কাজের তিন মাসের মধ্যে বিকল হয়ে পড়ে ওই বাতিস্তম্ভ গুলি।যার ফলে অন্ধকারে ডুবে রয়েছে দুটি গ্রাম।পঞ্চায়েতে জানিয়েও কোনো সুরাহা হয়নি বলে অভিযোগ।ক্ষোভে ফুঁসছে মালদার চাঁচল ১ নং ব্লকের খরবা গ্রাম পঞ্চায়েতের মনিকান্দা গ্রামের বাসিন্দারা।গোটা ঘটনা নিয়ে ব্লক সমষ্টি উন্নয়ন আধিকারিক ও চাঁচল মহকুমাশাসকের কাছে লিখিত ভাবে অভিযোগ জানিয়েছেন গ্রামের কতিপয় বাসিন্দারা।যদিও নিজেদের বিরুদ্ধে ওঠা অভিযোগ নিয়ে মুখ খুলতে চাননি খরবা গ্রাম পঞ্চায়েতের প্রধান ও উপপ্রধান। প্রতিটি পঞ্চায়েত এখন তৃণমূলের দুর্নীতির আখড়া হয়ে দাঁড়িয়েছে বলে কটাক্ষ করেছেন বিজেপি।
পঞ্চায়েত সূত্রে জানা গেছে এমজিএনআরজিএস প্রকল্পের চতুর্থদশ কমিশনের তহবিল থেকে প্রায় তিন লক্ষ টাকা বরাদ্দে প্রতিটি উচ্চবাতি বসানো হয়েছে।তবে তা তিনমাসের মধ্যেই বিকল হয়ে পড়ে।বর্তমানে অকেজো অবস্থায় পড়ে রয়েছি বাতিস্তম্ভ গুলি।ফলে সন্ধ্যা হলেই অন্ধকার নেমে আসে গোটা গ্রাম । রাতে চলাফেরা করতে সমস্যায় পড়েন পথচারীরা।নিম্নমানের সামগ্রী দিয়ে কাজ করা হয়েছে ও মেরামতের দাবি নিয়ে আবেদন জানানো হয়েছে ব্লক ও মহকুমা প্রশাসনের কাছে।আবেদন পেয়ে বিডিওকে ঘটনার তদন্তের নির্দেশ দিয়েছেন চাঁচলের মহকুমা শাসক কল্লোল রায়।
All Rights Reserved © Copyright 2024 | Design & Developed by Webguys Direct