জিয়াউল হক, চুঁচুড়া: এইমসের পর নিট। স্নাতকোত্তর ডাক্তারি প্রবেশিকা পরীক্ষায় আবারও প্রথম হলেন হুগলির অমর্ত্য সেনগুপ্ত। নিটে ৮০০-র মধ্যে ৭১৪ নম্বর পেয়ে পেয়েছেন অমর্ত্য। হুগলীর ব্যান্ডেল কোদালিয়ার বাসিন্দা অমর্ত্য ব্যান্ডেল ডন বস্কের ছাত্র ছিলেন। ডন বস্ক থেকে ২০১৫ সালে উচ্চমাধ্যমিক দেওয়ার পর নিট-এ সাফল্য পেয়ে ডাক্তারি পড়া শুরু করেন কলকাতা মেডিক্যাল কলেজে।
২০২১ সালের জুলাই মাসে সর্বভারতীয় প্রবেশিকা পরীক্ষা এআইআইএমএস-এ প্রথম স্থান অধিকার করেন।
এরপর থেকে দিল্লির এইমসে্ আছেন অমর্ত্য।
জানা গেছে, দিল্লি থেকে থেকেই রাত ১টায় বাড়িতে ফিরে পরদিন সকালে কলকাতায় নিট পরীক্ষা দিতে গিয়েছিলেন অমর্ত্য। দীর্ঘ যাত্রার ক্লান্তি দূর করে সেখানের বাজিমাত করলেন। স্নাতকোত্তর নিটের মত সর্বভারতীয় পরীক্ষাতেও প্রথম স্থান অধিকার করলেন অমর্ত্য।
অমর্ত্যর বাবা পেশায় কলকাতা হাই কোর্টের সরকারী আইনজীবি সুশোভন সেনগুপ্ত ও গৃহবধু মা মধুমিতা সেনগুপ্ত দিল্লিতে ছেলের কাছেই রয়েছেন। একান্নবর্তী সেনগুপ্ত পরিবারে অমর্ত্যর জ্যেঠু পেশায় চিকিৎসক জে. সেনগুপ্ত ও জেঠিমা কৃষ্ণা সেনগুপ্ত বেজায় খুশি।
All Rights Reserved © Copyright 2024 | Design & Developed by Webguys Direct