আপনজন ডেস্ক: রাজ্যের তিনটি উপনির্বাচন বৃহস্পতিবার মোটামুটি শান্তিতেই অনুষ্ঠিত হয়েছে। এই তিন কেন্দ্রে মধ্যে সবচেয়ে কম ভোট পড়েছে ভবানীপুর কেন্দ্রে। সেকানে বিকেল পাঁচটা পর্যন্ত ভোটের জার ছিল ৫৩.৩২ শতাংশ। মুর্শিদাবাদের সামশেরগঞ্জে পড়েছে ৭৮.৬০ শতাংশ এবং জঙ্গিপুরে .১২ শতাংশ। গত বিধানসভা নির্বাচনেও ভবানীপুরে ভোট কম পড়েছিল, প্রায় ৬২ শতাংশ। তিনটি আসনের উপনির্বাচনের ভোটের ফলাফল ঘোষণা করা হবে আগামী রোববার।
বিচ্ছিন্ন কিছু সংঘাতের ঘটনা বাদ দিলে শান্তিপূর্ণভাবেই শেষ হয়েছে ভারতের পশ্চিমবঙ্গ রাজ্যের বিধানসভার তিনটি আসনে উপনির্বাচনের ভোট গ্রহণ। এদিনের নির্বাচনে সবার চোখ ছিল ভবানীপুর আসনে। তবে তিন আসনের মধ্যে ভবানীপুরেই আসনেই সবচেয়ে কম ভোট পড়েছে বলে নির্বাচন কমিশনের পক্ষ থেকে জানানো হয়েছে।সামশেরগঞ্জ থেকে কিছু বিক্ষিপ্ত সংঘর্ষের খবর পাওয়া গেছে।
এদিন সবচেয়ে আলোচনার বিষয়বস্তু ছিল ভবানীপুর কেন্দ্রে নিয়ে। ভবানীপুর মিত্র ইনিস্টটিউশনে ভোট দেন মমতা বন্দ্যোপাধ্যায়, অভিষেক বন্দ্যোপাধ্যায়, মমতার ভাই কার্তিক বন্দ্যোপাধ্যায় সহ তার পরিবারের লোকজন।
অন্যদিকে, চেতলা হাইস্কুলে ভোট দিতে যান সত্রিক ফিরহাদ হাকিম। ভোট দেন মদন মিত্রও।
ভোট প্রসঙ্গে ফিরহাদ হাকিম বলেন, দিদির জয় নিয়ে কোনও সন্দেহ নেই। তবে, গতবার দি ি২৫ হাজারের বেশি ভোটে জিতেছিলেন। এবার তা পঞ্চাশ হাজার পেরিযে যাবে। ফিরহাদ ভোটের আবহ বুঝতে বিভিন্ন এলাকা গোরেন। একটি সিপিমের বুথে গিয়ে চাও খান। তা নিয়ে বলেন, এর মধ্যে রাজনীতিন নেই। এরা ও আমরা সবাই চেতলার ছেলে।
তবে, ভবানীপুরে মমতা বন্দ্যোপাধ্যায়ের প্রতিদ্বন্দ্বী প্রার্থী বিজেপির প্রিয়াঙ্কা টিবরেওয়াল রিগিং হওয়ার দাবি জানিয়েছেন। যদিও বহু জায়গায় বিজেপি কোনও এজেন্ট দিতে পারিন। বিশেষ করে সংখ্যালঘু অধ্যূষিত ৭৭ নম্বর ওয়ার্ডে। ক্রাম্প অফিসও তেমন ছিল না বিজেপির। যদিও প্রিয়াঙ্কা প্রায় সারা দিনই বুথে বুথে দৌড়ে বেড়িয়েছেন।অভিযোগ করেছেন, অন্তত এক ডজন বুথে বিজেপির এজেন্টদের বসতে দেওয়া হয়নি এবং ভোটারদের ভোটও দিতে দেওয়া হয়নি। মদন মিত্র এ নিয়ে কটাক্ষ করে বলেন, বিজেপির নালিশ, একেবারে বালিশ। বিজেপিকে যেমন বিভিন্ন ক্যাম্পে দেখতে পাওয়া যায়নি তেমিন সিপিএস শ্রীজিব বিশ্বাসকে প্রার্থী করলেও সক্রিয় হতে দেখা যায়নি।
কংগ্রেস প্রার্থী দেয়নি। কিন্তু প্রদেশ কংগ্রেস সভাপতি অধীর চৌধুরি বললেন, ভবানীপুরে মমতা বন্দ্যোপাধ্যায় আগেও জিতেছেন, এবারেও জিতবেন। ভোট কম পড়ুক বা বেশি।
এ সমেব মধ্যে একটাই আলোচনা, মমতা কত ভোটে জিতবেন। মমতার গতবারের জয়ের মার্জিন টপকে গিয়েছিলেন শোভনদেব চট্টোপাধ্যায়। এখন মমতা সেই মার্জিন পেরতে পারেন কিনা সেটাই দেখার।
All Rights Reserved © Copyright 2024 | Design & Developed by Webguys Direct