আপনজন ডেস্ক: আমাদের কোন রক্তের গ্রুপে কোন ধরনের রোগ হওয়ার ঝুঁকি বেশি থাকে, তা নিয়ে আজকের আলোচনা।বিজ্ঞান বলে প্রতিটি রক্তেরই কিছু অনন্য বৈশিষ্ট্য আছে। রক্তের যে লোহিত কণিকা আছে তার গায়ে আছে নানা ধরনের অ্যান্টিজেন। সেটি প্রতিটি রক্তের গ্রুপকে বিশেষ একটি রোগের বিরুদ্ধে সুরক্ষা দিলেও অন্য একাধিক রোগের প্রতি দুর্বল করে তোলে। প্রতিটি রক্তের গ্রুপেরই বিশেষ কোনো রোগে আক্রান্ত হওয়ার প্রবণতা থাকে বেশি। রক্তের গ্রুপ 'ও' নেগেটিভ হলে বড় অসুখ সহজেই হামলা করে বসতে পারে। তাই 'ও' নেগেটিভ গ্রুপের মানুষকে আগে থেকেই অতিরিক্ত সচেতন থাকতে হয়। তবে শুধু নেগেটিভ বা পজেটিভ নয়, 'এ', 'বি', 'ও' এবং 'এবি' গ্রুপের ওপরও নির্ভর করে নানা রোগের ধরণ ও প্রবণতা।
All Rights Reserved © Copyright 2024 | Design & Developed by Webguys Direct