আপনজন ডেস্ক: দুর্গাপুজো থেকে লক্ষ্মীপুজো পর্যন্ত নাইট কার্ফু শিথিল করা হচ্ছে। রাতে কলকাতার প্যান্ডেলে ঘুরে ঠাকুর দেখতে কোনও বাঁধা থাকছে না। এদিন নবান্ন থেকে নির্দেশিকা জারি করে জানিয়ে দেওয়া হল। পুজোর কটা দিন রাত ১১টা থেকে পরদিন ভোর ৫টা পর্যন্ত করোনা বিধিনিষেধ বা নাইট কার্ফু শিথিল করা হচ্ছে। বাকি দিনগুলিতে যা যথারীতি কার্যকর থাকবে। এই ঘোষণায় খুশি কলকাতার বড় ও মাঝারি পুজো উদ্যোক্তারা। চলতি মাসের শুরুতেই তাঁদের সঙ্গে বৈঠক করেছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। সেদিনই মুখ্যমন্ত্রী বলেছিলেন, ' পরিস্থিতি বুঝে ঠিক হবে যে ঠাকুর দেখায় ছাড় দেওয়া হবে কিনা। উদ্বেগ কাটিয়ে অবশেষে ছাড় দিল রাজ্য সরকার। ফলে জোরকদমে শুরু হয়ে গিয়েছে প্রস্তুতি।
All Rights Reserved © Copyright 2024 | Design & Developed by Webguys Direct