আপনজন ডেস্ক: বয়স ৬০ হওয়ার সঙ্গে সঙ্গে চাকরি থেকে অবসর নিতে হয় প্রবীণদের। যদিও বয়স ৬০ পেরিয়ে যাওয়ার পরও অনেকে চাকরি করতে চান। এবার সেই সমস্ত প্রবীণ নাগরিকদের জন্য আসছে সুখবর।কেন্দ্র আনছে নয়া প্রকল্প।
১ অক্টোবর থেকেই এই প্রকল্পের অধীনে কর্মসংস্থানের সুযোগ পেতে গেলে প্রবীণ নাগরিকদের পোর্টালে নথিভুক্ত করতে হবে। সিনিয়র সিটিজেনদের কাজের জন্য আবেদনের সঙ্গেই দিতে হবে তাঁদের শিক্ষা, অভিজ্ঞতা, দক্ষতা, আগ্রহ ইত্যাদি। ইতিমধ্যেই মন্ত্রকের তরফে সিআইআই, ফিকি এবং অ্যাসোচেমের মতো সংস্থার কাছে চিঠি দিয়েছে সরকার। অর্থনীতিবিদদের একাংশের মতে, ২০০১ সালে দেশে বয়স্ক নাগরিকের সংখ্যা ছিল ৭.৬ কোটি। তবে ২০১১ সালের নিরিখে তা বেড়ে দাঁড়িয়েছে ১০.৪ কোটিতে। আর ২০৫০ সালে তা হতে পারে দেশের মোট জনসংখ্যার ২০ শতাংশের মতো। এত বেশি সংখ্যক মানুষদের বেকার না বসিয়ে কাজে ব্যস্ত রাখতে চাইছে কেন্দ্র।
All Rights Reserved © Copyright 2024 | Design & Developed by Webguys Direct