আপনজন ডেস্ক: বৃহস্পতিবার পশ্চিমবঙ্গে ৩টি বিধানসভাকেন্দ্রে ভোট গ্রহণ হল। তার মধ্যে রয়েছে ভবানীপুর, সামসেরগঞ্জ ও জঙ্গীপুরে। এদের মধ্যে অন্যতম হল মুর্শিদাবাদ জেলার সামসেরগঞ্জ। এদিন সেখানে সকাল থেকেই শুরু হয়েছে ভোটগ্রহণ পর্ব। সকাল থেকে বিক্ষিপ্ত অভিযোগ উঠতে শুরু করেছে বিভিন্ন কেন্দ্রে। সেই সব অভিযোগের মধ্যে এদিন কেন্দ্রীয় বাহিনীর জওয়ানদের ভূমিকা নিয়ে প্রশ্ন উঠে গিয়েছে।
ধূলিয়ান পুরসভার এক বিদায়ী কাউন্সিলরকে বুথের মধ্যে লাথি মারলেন কেন্দ্রীয় বাহিনীর এক জওয়ান। ঘটনার জেরে ধূলিয়ান পুরসভার ২০ নম্বর ওয়ার্ডের ৩০ নম্বর বুথে সাময়িক উত্তেজনা ছড়ায়। জানা গিয়েছে, ধূলিয়ান পুরসভার ২০ নম্বর ওয়ার্ডের বিদায়ী কাউন্সিলর তথা তৃণমূলের কো অর্ডিনেটের হাবিবুর রহমান দক্ষিণ গাজীনগর প্রাইমারি স্কুলের ৩০ ও ৩৩ নম্বর বুথে গিয়েছিলেন। সেই সময়ে তাঁকে পিছন থেকে এসে লাথি মারেন কেন্দ্রীয় বাহিনীর জওয়ানরা। তাঁর সাদা পাঞ্জাবীতে জুতোর দাগও পড়ে যায়। বিদায়ী কাউন্সিলরকে লাথি মারার এই ঘটনায় স্বাভাবিক ভাবেই ছড়িয়েছে চাঞ্চল্য। তৃণমূলের তরফে ঘটনাটির জেরে কমিশনকে অভিযোগ জানানো হলেও ও জওয়ানদের বিরুদ্ধে কোনও পদক্ষেপ করা হয়নি বলেই জানা গিয়েছে।
All Rights Reserved © Copyright 2024 | Design & Developed by Webguys Direct