আপনজন ডেস্ক: যতক্ষণ আফগানিস্তানে ‘ইসলামি পরিবেশ তৈরি না হচ্ছে, ততদিন সেখানকার মহিলাদের কাবুল বিশ্ববিদ্যালয়ে ক্লাস করার অনুমতি দেওয়া হবে না। বিশ্ববিদ্যালয়ের তালেবান নিযুক্ত চ্যান্সেলর (আচার্য) মোহাম্মদ আশরাফ ঘাইরাত এ ঘোষণা দেন। আশরাফ ঘাইরাত টুইট বার্তায় বলেন, ‘যতক্ষণ না প্রকৃত ইসলামি পরিবেশ সবার জন্য প্রদান করা হয়, ততক্ষণ পর্যন্ত মহিলাদের বিশ্ববিদ্যালয়ে আসতে বা কাজ করতে দেওয়া হবে না। ইসলাম সবার আগে।’টুইটে কাবুল বিশ্ববিদ্যালয়ের চ্যান্সেলর ঘাইরাত বলেন, 'বিশ্ববিদ্যালয়ে ছাত্রীদের শিক্ষাদানের পরিকল্পনা নিয়ে কাজ করা হচ্ছে। তবে কবে নাগাদ এই পরিকল্পনা বাস্তবায়ন করা হবে, তা উল্লেখ করেননি তিনি। মহিলা প্রভাষকের স্বল্পতার কারণে পুরুষ প্রভাষকদের দিয়েই পর্দার পেছন থেকে ক্লাস নেওয়ার পরিকল্পনা নিয়ে কাজ করছি আমরা। এভাবে ছাত্রীদের শিক্ষার জন্য একটি ইসলামি পরিবেশ তৈরি হবে।’
তালেবান আশরাফ ঘাইরাতকে কাবুল বিশ্ববিদ্যালয়ের চ্যান্সেলর নিয়োগ দেওয়ায় ব্যাপক সমালোচনা হয়। তাঁর যোগ্যতা নিয়েও প্রশ্ন ওঠে। তবে টুইটারে এসব সমালোচনার জবাবে ঘাইরাত বলেন, আচার্য পদের জন্য নিজেকে সম্পূর্ণ যোগ্য মনে তরেন তিনি।
All Rights Reserved © Copyright 2024 | Design & Developed by Webguys Direct