আপনজন ডেস্ক: প্রাক্তন স্ত্রীর আপত্তিকর ছবি প্রকাশ করার অভিযোগে তথ্য-প্রযুক্তি আইনে দায়ের করা মামলায় গোলাম রসুল নামে এক ব্যক্তিকে ১০ বছরের সশ্রম কারাদণ্ড দেওয়া হয়েছে। পাশাপাশি তাকে পাঁচ লাখ টাকা জরিমানা, অনাদায়ে আরো ছয় মাসের কারাদণ্ড দিয়েছেন আদালত। রাজশাহী সাইবার ট্রাইব্যুনাল আদালতের বিচারক জিয়াউর রহমান এ রায় ঘোষণা করেন। গোলাম রসুলের বাড়ি বগুড়ার কাহালু উপজেলার পাঁচগ্রাম গ্রামে। তিনি পলাতক। তার অনুপস্থিতিতেই রায় ঘোষণা করেন আদালত। আদালতে রাষ্ট্র্রপক্ষের আইনজীবী ইসমত আরা বলেন, স্ত্রী-সন্তানের কথা গোপন রেখে গোলাম রসুল এক তরুণীর সঙ্গে মোবাইলে প্রেমের সম্পর্ক গড়ে তোলেন। পরে ওই তরুণীকে বিয়ে করেন।
বিয়ের কিছুদিন পর ওই তরুণী গোলাম রসুলের স্ত্রী-সন্তানের কথা জানতে পারেন। এরপর ২০১৬ সালের ২১ আগস্ট তিনি রসুলকে তালাক দেন। এতে ক্ষিপ্ত হয়ে গোলাম রসুল ওই বছরের ২৪ আগস্ট প্রাক্তন স্ত্রীর আপত্তিকর ছবি খামে ভরে তার বাবার বাড়ির সামনে রেখে যান। এ ঘটনায় ওই দিনই ভুক্তভোগী তরুণীর বাবা থানায় অভিযোগ করেন। পরে পুলিশ রসুলের বাড়িতে অভিযান চালিয়ে তার কম্পিউটারে রাখা ওই তরুণীর ৩৯টি আপত্তিকর ছবি পায়। উদ্ধার করা হয় তার কম্পিউটার। পুলিশ সেদিন আসামি গোলাম রসুলকে গ্রেফতার করে। পরে জামিন পেয়ে তিনি পালিয়ে যান।
All Rights Reserved © Copyright 2024 | Design & Developed by Webguys Direct