আপনজন ডেস্ক: সাহিত্য অকাডেমি পুরস্কার প্রাপ্ত কোঙ্কনি সাহিত্যিক এন শিবদাল নাকি শীঘ্রই যোগ দিতে চলেছেন তৃণমূল কংগ্রেসে। তিনি একা নন সেই তালিকায় রয়েছেন কংগ্রেসের আরও ১২ জন নেতাও। আগেই তৃণমূল কংগ্রেসে যোগ দিয়েছেন গোয়ার প্রাক্তন মুখ্যমন্ত্রী। এবার সেই তালিকায় রয়েছেন কোঙ্কনি সাহিত্যেক। গোয়ার আরও ১২ জন কংগ্রেস নেতা যোগ দিতে চলেছেন তৃণমূল কংগ্রেসে।
এতে গোয়া কংগ্রেসে বড় ভাঙনের ইঙ্গিত মিলেছে। কয়েকদিন আগেই গোয়ায় গিয়েছিলেন প্রশান্ত কিশোর । সঙ্গে ছিলেন তৃণমূল কংগ্রেস নেতা প্রসূন বন্দ্যোপাধ্যায়। তারপরেই কংগ্রেসের মহাপতনের খবর আসতে শুরুকরে। সামনেই গোয়ায় বিধানসভা নির্বাচন তার আগেই কংগ্রেসের একের পর এক ধাক্কা। তারপর থেকেই নতুন সমীকরণের ইঙ্গিত পাওয়া যাচ্ছে।ত্রিপুরায় এরইমধ্যে মোটামুটি আসর জমিয়ে ফেলেছে ঘাসফুল শিবির। তারপরেই সুস্মিতা দেবকে কংগ্রেস থেকে তৃণমূলে যোগদান করিয়েছে। এবং তাঁকে রাজসভার আসনও দিয়েছে তৃণমূল কংগ্রেস। তারপরেই মমতা নজর দিয়েছেন গোয়ায়। গোয়াতে খুব ভাল অবস্থায় নেই বিজেপি। কংগ্রেসের অবস্থাও খুব একটা ভাল নয়। এতে জমে গিয়েছে সমীকরণ।
All Rights Reserved © Copyright 2024 | Design & Developed by Webguys Direct