আপনজন ডেস্ক: প্রধানমন্ত্রী বাঙালিদের উপরে ভরসা করছেন না। দীর্ঘ সাত বছরের দিল্লী যাত্রার পর এমনটাই অভিমত সাংসদ বাবুল সুপ্রিয়র। বুধবার দিল্লি থেকে ফিরে হাওড়া স্টেশনে সাংবাদিকদের এমনটাই জানান বাবুল সুপ্রিয়।
তিনি আরও বলেন, মানুষের জন্যে কাজ করার জন্য মমতা দিদির নেতৃত্বে কাজ করতে পারলে ভালোই হবে। বাংলা থেকে যাঁরা বিজেপিতে জিতেছিলেন তাঁদের সঙ্গে কোনওভাবে কোথাও সামঞ্জস্য হচ্ছেনা এটাও তিনি উপলব্ধি করেছেন এবং সে প্রসঙ্গে তিনি কংগ্রেস থেকে আসা ও বিজেপির বাংলা থেকে জেতা প্রার্থী আলুওয়ালিয়ার উদাহরণ তুলে ধরেন।
পদত্যাগপত্র দেওয়ার বিষয়ে তিনি বলেন, সময় লাগবে। তিনি ভবানীপুরের উপনির্বাচনে মমতা বন্দ্যোপাধ্যায়ের জয়ের বিষয়েও নিশ্চিত মনোভাব পোষণ করেন। তিনি বলেন, ভবানীপুরে কাউকে প্রচার করতে লাগে না যেখানে দিদি দাঁড়িয়ে আছেন।
দিল্লির ফ্ল্যাট থেকে জিনিসপত্র নিয়ে এদিন তিনি দিল্লি - হাওড়া স্পেশাল ট্রেনে হাওড়া স্টেশনে পৌঁছান।
All Rights Reserved © Copyright 2024 | Design & Developed by Webguys Direct