নাজিম আক্তার, হরিশ্চন্দ্রপুর : সংবাদমাধ্যমে প্রকাশিত খবরের জেরে নড়েচড়ে বসল প্রসাশন। সাহায্য পেল মৃত নাপিতের পরিবার।
উল্লেখ্য,চাঁচল-২ নং ব্লকের ভাকরি গ্রাম পঞ্চায়েতের রসুলপুর গ্রামের বাসিন্দা দীপু প্রামাণিক চিকিৎসার অভাবে এক সপ্তাহ আগে মারা যায়।গ্রামে গ্রামে নাপিতের কাজ করে চলতো সংসার।পরিবারের একমাত্র রোজগেরে মারা যাওয়ায় স্ত্রী ভানু প্রামাণিক মেয়ে ইতি প্রামাণিকে নিয়ে অথৈ জলে পড়েন।পরিবারে শুরু হয় অভাব-অনটন।কচু শাক ও মুড়ি খেয়ে কাটছিল মা মেয়ের জীবন।ভানু প্রামাণিক প্রায় পাঁচ বছর ধরে প্যারালাইসিস রোগে আক্রান্ত।টাকার অভাবে চিকিৎসা করাতে পারছেন না।জরাজীর্ণ কাঁচা মাটির বাড়িতে কাটছে তাদের জীবন।
তাদেরকে এই জীবন সংগ্রামের কথা ২৫ সেপ্টেম্বর আপনজন পত্রিকায় প্রকাশিত হতেই নড়েচড়ে বসে প্রসাশন। চাঁচল-২ নং ব্লকের বিডিও দিব্যজোতি দাসের নির্দেশে জয়েন্ট বিডিও শ্যামল দাস সহ কয়েকজন আধিকারিক মঙ্গলবার প্রয়োজনীয় ত্রাণ সামগ্রী নিয়ে হাজির হন ভানু প্রামাণিকের বাড়িতে।তাঁদের হাতে পর্যাপ্ত ত্রাণ সামগ্রী চাল,ডাল,তেল,আলু, সাবান, লবণ, কাপড় ও ত্রিপলের মতো প্রয়োজনীয় জিনিস তুলে দেন।
বিডিও জানান,ওই মহিলাকে দিয়ে জাতীয় পরিবার সহায়তা এবং স্বাস্থ্যসাথী প্রকল্পের ফর্ম পূরণ করিয়ে নেওয়া হয়েছে। পাশাপাশি বিধবাভাতা পাইয়ে দিতেও যথাযথ উদ্যোগ নেওয়া হচ্ছে।পরিবারটিকে বাংলা আবাস যোজনা প্রকল্পে একটি পাকা ঘরেরও আশ্বাস দিয়েছেন বিডিও। প্রশাসন এভাবে পাশে দাঁড়ানোয় খুশি ভানু প্রামাণিক। প্রশাসনের পাশাপাশি কৃতজ্ঞতা জানিয়েছেন আপনজন পত্রিকাকেও।
All Rights Reserved © Copyright 2024 | Design & Developed by Webguys Direct