আপনজন ডেস্ক: বিমান হামলার লক্ষ্য ছিল সন্ত্রাস বাহিনী। কিন্তু ভুল করে তা নিশানা হয়ে পড়ে উপকূলে থাকা মৎস্যজীবীরা। ফলে মৃত্যু হয় কমপক্ষে ২০ জন জেলের। ঘটনাটি ঘটেছে নাইজেরিয়ার উত্তর-পশ্চিমাঞ্চলে।
ওই এলাকায় একটি সন্ত্রাসী ক্যাম্পে দেশটির সামরিক বাহিনীর বিমান হামলায় দুর্ঘটনাবশত কমপক্ষে ২০ জেলে নিহত হয়েছেন।
নাইজেরীয় যুদ্ধবিমান রবিবার প্রথম প্রহরে লেক শাদের কেওয়াতার মাসারায় বোমা বর্ষণ করে। এ এলাকা নাইজেরিয়া ও প্রতিবেশী দেশ নাইজার ও ক্যামেরুনকে বিভক্ত করেছে। ওই সূত্র জানায়, এলাকাটি আইএসের সাথে সম্পর্কযুক্ত ইসলামিক স্টেট ওয়েস্ট আফ্রিকা প্রভিন্সের (আইএসডব্লিউএপি) একটি শক্তিশালী ঘাঁটি হিসেবে পরিচিত।
All Rights Reserved © Copyright 2024 | Design & Developed by Webguys Direct