আপনজন ডেস্ক: পাঞ্জাব কংগ্রেস এখন চরম বিপদের মধ্যে। কিছূদিন আগে দল ছেড়েছিলেন মুখ্যমন্ত্রী অমরিন্দার সিং। ক্যাপ্টেন অমরিন্দার সিং কংগ্রেস ত্যাগ করে যখন বিজেপিতে যোগ দিতে যাচ্ছেন তখন পাঞ্জাব প্রদেশ কংগ্রেস সভাপতির পদ থেকে ইস্তফা দিয়েছেন নভজ্যোত সিং সিধু। এবার তাকে অনুসরণ করে তার প্রতি সংহতি দেখিয়ে পাঞ্জাবের নব গঠিত মন্ত্রিসভার মুসলিম মন্ত্রী রাজিয়া সুলতানা আজ মঙ্গলবার মন্ত্রিত্ব ছাড়লেন।
পাঞ্জাবের মালেরকোটা থেকে নির্বাচিত রাজিয়া সুলতানা চরণজিৎ সিং চান্নির মন্ত্রিসভায় জল সরবরাহ এবং স্যানিটেশন, সামাজিক সুরক্ষা, মহিলা ও শিশু উন্নয়ন, মুদ্রণ এবং স্টেশনারি বিভাগের মন্ত্রীর দায়িত্ব পালন করছিলেন।
নভজ্যোত সিং সিধুর সঙ্গে একাত্মতা' রেখে সিধুর পদত্যাগের কয়েক ঘণ্টার মধ্যে রাজিয়া সুলতানা মুখ্যমন্ত্রীর উদ্দেশ্যে চিঠি লিখে তার ইস্তফার কথা জানান। তাতে তিনি লেখেন, নভজ্যোত সিং সিধুর সঙ্গে একাত্মতা’ নভজ্যোত সিং সিধুর প্রতি সংহতি দেখিয়ে তিনি তার পদ থেকে সরে গেলেন।
All Rights Reserved © Copyright 2024 | Design & Developed by Webguys Direct