আপনজন ডেস্ক: রাজ্য বিজেপি যখন ভবানীপুর উপনির্বাচনে ভোট স্থগিত রাখার দাবি তুলল তখন তাদেরকে আরও বেকায়দায় ফেলল প্রথমত, কলকাতা হাইকোর্ট জানিয়ে দিল কোনওভাবেই ভবানীপুর উপনির্বাচনের ভোট গ্রহণ স্থগিত রাখা হবে না। অন্যদিকে, নির্বাচন কমিশন রাজ্যের বাকি থাকা চারটি আসনের উপনির্বাচনের দিন ঘোষণা করল।
এর আগে ভবানীপুর, জঙ্গিপুর ও সামশেরগঞ্জে উপনির্বাচনের দিন ঘোষণা করলেও বাকি ছিল আরও চারটি কেন্দ্র।
মঙ্গলবার নির্বাচন কমিশন জানিয়েছে, আগামী ৩০ অক্টোবর খড়দহ, শান্তিপুর, দিনহাটা ও গোসাবায় উপনির্বাচন হতে চলেছে। ভোটের ফল ঘোষণা হবে ২ নভেম্বর।
ফলে পুজোর পরেই ফের ভোটের দামামা বাজতে শুরু করবে।
এই চার কেন্দ্রে উপনির্বাচন নিয়ে বিজ্ঞপ্তিতে নির্বাচন কমিশন জানিয়ে দিয়েছে, মনোনয়ন জমা দেওয়ার শেষ দিন ৮ অক্টোবর। মনোনয়ন স্ক্রুটিনি করে দেখার শেষ দিন ১১ অক্টোবর। আর মনোনয়ন প্রত্যাহার করার শেষ দিন ১৬ অক্টোবর।
নির্বাচনী প্রচারের ক্ষেত্রেও নানা বিধি নিষেধ জারি করেছে নির্বাচন কমিশন। এই নির্দেশিকায় খোলা জায়গায় ৫০০ জনের বেশি নিয়ে জনসভা করা যাবে না।
All Rights Reserved © Copyright 2024 | Design & Developed by Webguys Direct