আপনজন ডেস্ক: কলকাতার ভবানীপুর সহ মুর্শিদাবাদের জঙ্গিপুর এবং সামশেরগঞ্জে উপনির্বাচনের প্রচারপর্ব শেষ। এবার হিসেব নিকেশের পালা শেষ হাসিটা কে হাসবেন। আপত দৃষ্টিতে তৃণমূল সুপ্রিমোর জয় নিয়ে কোনও সংশয় নেই। সেটা আঁচ করেই বিজেপি কিন্তু মরিয়া চেষ্টা চালিয়ে যাচ্ছে যদি কোনওভাবে এই উপনির্বাচনকে স্থগিত করে দেওয়া যায়। কারণ, এখন কোনওভাবে নির্বাচন স্থগিত হয়ে গেলে ৫ নভেম্বরের আগে আর ভোট হওয়া প্রায় অসম্ভব। সেই আশায় রাজ্য বিজেপি ভোট স্থগিত করার আর্জি জানিয়েছে নির্বাচন কমিশনের কাছে। যদিও যে আশা যে ব্যর্থ হবে তা প্রায় নিশ্চিত বলা যায়।
বরং, বিজেপি কত ভোট টানতে পারে ভবানীপুরে সেটাই এখন দেখার বিষয়। কারণ, নির্বাচনে বিজেপি ছাড়াও বামেরা প্রার্থী দিলেও প্রচারের আলোয় নেই। অথচ, ভাবানীপুর কেন্দ্রে বামেদের একটা বড় সংকঅর ভোট আছে। এবার সেই ভোট তারা ধরে রাখতে পারে কিনা সেটাই দেখার। কিন্তু সবচেয়ে সম্মানের লড়াই কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায়ের। মমতা জিতবেন ধরে নিয়ে তিনি ভোটে লড়লেও গত কয়েকদিনে দেখা গেছে তিনি প্রায় মাটি কামড়ে পড়েছিলেন ভবানীপুর কেন্দ্রে। উদ্দেশ্য একটাই মার্জিন বাড়ানো। তাই তিনি বারে বারে কর্মীদের বলেছেন, দিদি জিতে যবে বলে ঘরে বসে থাকলে চলবে না।
বৃহস্পতিবার ভবানীপুরের তাই হাইভোল্টেজ ভোটের পর দেখার বিষয় মমতা কতটা মার্জিন বাড়াতে পারেন। াার যদি অগের তুলনায় মার্জিন কমে যায় তাহলে সেটা নিয়েও বিজেপি হইচই করতে পারে। যেহেতু ভোট স্থগিত হওয়ার কোনও সম্ভাবনা সেনই তাই বিজেপি চাইবে আগের থেকে তৃণমূলের মার্জিন কমুক।
পরিসংখ্যান বলছে, ২০১৬ সালের বিধানসভা নির্বাচনে মমতা জিতেছিলেন ২৫,৩০১ ভোটে। কিন্তু এবারের বিধানসভা নির্বাচনে শোভনদেব চট্টোপাধ্যায় এখান থেকে ২৮,৭১৯ ভোটের ব্যবধানে জিতেছেন। তাই মমতা শোভনদেবের থেকে এক ভোটও যদিও কম পান তাহলে তার জনপ্রিয়তা নিয়ে বিজেপি প্রশ্ন তুলতে পারে। তাই তৃণমূল ভাবনীপুরে ফিরহাদকে নামিয়ে যমেন সংখ্যালঘু ভোটের পুরোটাই মমতা পক্ষে আনার চেষ্টা করেছেন তেমনি মমতাও শেষ দিকে পাড়ায় পাড়ায় গিয়ে বুঝিয়ে দিয়েছেন, তিনি ভবানীপুরের ঘরের মেয়ে। এবারের নির্বাচনে বিজেপি একদা বাবুল সুপ্রিয়র ঘনিষ্ঠ অবাঙালি আইনজীবী প্রিয়াঙ্কা টিবরেওয়ালাকে প্রার্থী করেই ক্ষান্ত হয়নি, উত্তরপ্রদেশের কায়দায় সাম্প্রদায়িক প্রচার চালিয়েছে। বিশেষ করে ফোনের মাধ্যমে প্রচারে প্রতিটির ভ্যক্তির দুয়ারে দুয়ারে মমতা বিরোধী ও সাম্প্রদায়িক মত পৌঁছে দিতে লাগাতার চেষ্টা চালিয়ে গেছে। বিভিন্ন জনকে ফোনে বিজেপি ভবানীপুর নির্বাচন নিয়ে ভোট দেওয়ার কথা বললেও তাতে তৃণমূল প্রার্থী মমতা সম্পর্কে একটি কথাও নেই। তার পরিবর্তে ফিরহাদকে আক্মণের বিষয়বস্তু হিসেবে বেছে নেয়। প্রচার চালানো হয়, ফিরহাদ ভবানীপুরকে মিনি পাকিস্তান বানাতে চায়। তাই বিজেপির আহ্বান পাকিস্তান হওয়া রুখতে বিজেপিতে ভোট দেওয়ার।
All Rights Reserved © Copyright 2024 | Design & Developed by Webguys Direct