আপনজন ডেস্ক: কয়েকদিনের মধ্যেই টাকা পেতে চলেছেন লক্ষ্মীর ভাণ্ডারে আবেদনকারী মহিলারা। এই প্রকল্পে প্রথম পর্যায়ে প্রায় আড়াই কোটি টাকা বরাদ্দ করল রাজ্য সরকার। বাংলার ২২ জেলাকে টাকা দেওয়া শুরু করল রাজ্য সরকার।
সোমবার নারী ও শিশুকল্যাণ দফতরের পক্ষ থেকে জেলাশাসকদের সেই বরাদ্দ পাঠিয়ে দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে। প্রথম পর্যায়ে ২ কোটি ৪৮ লক্ষ ৬০ হাজার টাকা বরাদ্দ করেছে রাজ্য। সবচেয়ে বেশি টাকা পেয়েছে দক্ষিণ ২৪ পরগনা। এই জেলা প্রথম পর্যায়ে পেল ২৯ লক্ষ ৮১ হাজার টাকা। এর পরেই রয়েছে উত্তর ২৪ পরগনা। সেখানে বরাদ্দের পরিমাণ ২৫ লক্ষ ৯৬ হাজার টাকা।
মুখ্যমন্ত্রী আগেই জানিয়েছিলেন সেপ্টেম্বর মাস থেকেই লক্ষ্ণীর ভাণ্ডার প্রকল্পের টাকা দেওয়া শুরু হবে। তাই অক্টোবরে যদি কোনও আবেদনকারী টাকা পান তাহলে তিনি ২ মাসের টাকা পাবেন বলে জানা গিয়েছে। সদ্য শেষ হওয়া দুয়ারে সরকার ক্যাম্পে লক্ষ্মীর ভাণ্ডারে আবেদন জমা পড়েছে ১ কোটি ৭৯ লক্ষ ২৬ হাজার ৩৬৮টি।
নবান্ন সূত্রে জানা গিয়েছে, লক্ষ্মীর ভাণ্ডারে যাঁরা আবেদন করেছেন, তাঁদের একটি অংশের আবেদনপত্র খতিয়ে দেখার কাজ শেষ হয়েছে। প্রথম পর্যায়ের বরাদ্দ টাকা এঁরা পাবেন। পরের পর্যায়ে দফায় দফায় আবেদনপত্র খতিয়ে দেখে টাকা বরাদ্দ করবে রাজ্য সরকার।
All Rights Reserved © Copyright 2024 | Design & Developed by Webguys Direct