আপনজন ডেস্ক: ইসলাম আতঙ্ক পিছু ছাড়ছে না অস্ট্রিয়ায়। রাজধানী ভিয়েনায় একটি বাসে যাচ্ছিলেন তুর্কি বংশোদ্ভূত মহিলা ব্যারা বোলাত।
হিজাব পরে বাসে ওঠায় অন্য এক যাত্রী তার মুখে থুথু ছিটিয়ে বিদ্বেষমূলক মন্তব্য করতে থাকে। অস্ট্রিয়ার রাজধানী ভিয়েনায় হিজাব পরিধান করায় এক মুসলিম নারীকে আক্রমণের ঘটনা ঘটায় নিন্দার ঝড় উঠেছে।
তুরস্কের সংবাদমাধ্যম আনাদুলু এজেন্সী জানায়, ভিয়েনায় একটি বাসে ওই নারীর ওপর হামলার ঘটনা ঘটে। আক্রমণের শিকার হওয়া ওই নারী তুরস্কবংশদ্ভূত। ওই নারীর নাম ব্যারা বোলাত।
ভুক্তভোগী ওই মহিলা আনাদুলু এজেন্সীকে জানান, বাসে এক মহিলা তার দিকে তেড়ে এসে বলেন, অন্ধবিশ্বাস নিয়ে তুরস্কে চলে যাও তুমি।
ভুক্তভোগী ওই নারী হতাশ হয়ে বলেন, আমার জন্য খুব পীড়াদায়ক ঘটনা। এমন পরিস্থিতি আমার জীবনে কখনো আসেনি। এমন ঘটনা ঘটলে কি করা উচিত তা আমার জানা নেই।
তিনি আরও জানান, আক্রমণকারী আজেবাজে কথা বললেও তিনি কানে তুলেননি। কিন্তু আক্রমণকারী থেমে না থেকে তাকে একেরপর এক বিদ্বেষমূলক মন্তব্য করেই যাচ্ছিলেন।
একপর্যায়ে আক্রমণকারী তার মুখে থুথু নিক্ষেপ করেন। পরে বোলাত বাস থেকে নেমে গেলে ওই আক্রমণকারী নেমে তার হিজাব খুলে ফেলার চেষ্টা করেন। এতে হিজাবের সূচের আঘাতে বোলাত আহত হন। পরবর্তীতে বোলাত আক্রমণকারীর ছবি তুলতে চাইলে সে পালিয়ে যায়।
এদিকে সামাজিক যোগাযোগ মাধ্যমে এমন বর্ণবাদী এবং বিদ্বেষমূলক ঘটনা বিস্তারিত তুলে ধরেন বোলাত। তিনি লেখেন, আমার মনে হয়েছে এই ধরনের ঘটনার বিরুদ্ধে অবস্থান নেওয়া উচিত। সবাইকে এর থেকে শিক্ষা গ্রহণ করা উচিত। শুধু হিজাব নয়, গায়ের রঙ অথবা নৃগোষ্ঠীগত কারণেও কারও সঙ্গে এমন আচরণ করা উচিত নয়। এ ধরনের আক্রমণের শিকার হলে চুপ করে থাকাও উচিত নয়। বোলাত বলেন,আক্রমণকারী যদি মানসিক অসুস্থ হয়ে থাকেন, তাহলে হাসপাতালে তার চিকিৎসা গ্রহণ করা উচিত।
All Rights Reserved © Copyright 2024 | Design & Developed by Webguys Direct