আপনজন ডেস্ক: রেশন ডিলাররা খাদ্যমন্ত্রীকে অনুরোধ করেছিলেন, পুজোর মধ্যে দুয়ারে রেশন চালু না করতে৷ কিন্তু খাদ্য দফতর রাজি হল না৷ অক্টোবরে আট দিন হবে দুয়ারে রেশনের পাইলট প্রজেক্টের কাজ। অর্থাৎ পুজোর মধ্যেই ৫০ শতাংশ বাড়িতে রেশন পৌঁছে দেওয়া পরিকল্পনা নিয়েছে দফতর৷ উল্লেখ্য, গত বৃহস্পতিবার রেশন ডিলারদের পক্ষ থেকে খাদ্যমন্ত্রীকে একটি চিঠি দেওয়া হয়েছিল। চিঠির মাধ্যমে তাঁরা অনুরোধ করেছিলেন, দুয়ারে রেশন পাইলট প্রকল্পের কাজ অক্টোবর মাসে বন্ধ রাখতে। চিঠিতে উল্লেখ ছিল, অক্টোবর মাস জুড়ে উৎসবের মরসুম৷ এই সময় দোকানে কর্মীরা তেমন আসতে চান না। তাই এই সময় দুয়ারে রেশন প্রকল্পের কাজ সম্ভব নয়। এমন যুক্তিতে আমল না দিয়ে অক্টোবর মাসের কর্মদিবসগুলি ঘোষণা করেছে খাদ্য দফতর৷ রাজ্য খাদ্য দফতরের বিজ্ঞপ্তি অনুযায়ী, অক্টোবর মাসে ১৯ দিন ছুটি থাকছে। এই অবস্থায় প্রকল্পে মাত্র ৮ দিন পরিষেবা দেওয়া যাবে। নভেম্বর থেকে পুরো মাত্রায় এই দুয়ারে রেশন প্রকল্পের কাজ শুরু করার পক্ষে খাদ্য দফতর৷ অক্টোবরের ১৭ তারিখ রবিবার প্রথম দুয়ারে রেশন প্রকল্পে খাদ্যদ্রব্য বাড়ি বাড়ি পৌঁছে দেওয়া হবে। এরপর ২১, ২২, ২৪, ২৬, ২৭, ২৮ ও ২৯ অক্টোবর মোট ৮দিন দুয়ারে রেশন প্রকল্পের সুবিধা পাবেন গ্রাহকরা।
খাদ্যমন্ত্রী রথীন ঘোষ বলেন, পাইলট প্রজেক্ট বলেই আমরা গ্রাহকদের ফিডব্যাক নিয়ে তাদের দাবিকে গুরুত্ব দিচ্ছি। তাই পুজোর মধ্যেই ৫০ শতাংশ বাড়িতে রেশন পৌঁছে দেওয়ার কথা বলা হয়েছে। গত ১৫ সেপ্টেম্বর থেকে ১৫ শতাংশ রেশন ডিলার নিয়ে রাজ্যজুড়ে ‘পাইলট প্রজেক্ট’ হিসাবে চালু হয়েছে দুয়ারে রেশন ব্যবস্থা। অক্টোবর থেকে আরও ৩৫ শতাংশ রেশন ডিলারকে এই প্রকল্পের আওতায় আনা হচ্ছে। অর্থাৎ, অক্টোবর থেকে মোট ৫০ শতাংশ রেশন ডিলারকে এই প্রকল্পের আওতায় আনা হচ্ছে।
All Rights Reserved © Copyright 2024 | Design & Developed by Webguys Direct