আপনজন ডেস্ক: অসমের সুস্মিতা দেবের পর ভিন রাজ্যের আরও এক তাবড় নেতাকে দলে পেতে চলেছে তৃণমূল কংগ্রেস। গোয়ার প্রবীণ কংগ্রেস নেতা ও প্রাক্তন মুখ্যমন্ত্রী লুইজিনহো ফালেইরো আজ মমতা ব্যানার্জির তৃণমূল কংগ্রেসে যোগ দেওয়ার লক্ষ্যে ৪০ বছর ধরে করে আসা কংগ্রেস দল ত্যাগ করলেন।
তবে কংগ্রেস থেকে এবং বিধায়ক পদ থেকে পদত্যাগের আগে তিনি বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের ভূয়সী প্ৰশংসা করেন।
মমতার প্রশংসা করে ফালেইরো বলেন, মমতা একমাত্র "স্ট্রিটফাইটার" যিনি বিজেপি-কে কঠিন লড়াই দিতে পারেন।
লুইজিনহো ফালেইরো সাংবাদিকদের বলেন,
নরেন্দ্র মোদীকে কঠিন লড়াই দিয়েছেন মমতা ব্যানার্জি। বাংলায় মমতা ফর্মুলার জয় হয়েছে। তিনি দলের পরিবর্তন নিশ্চিত করে বলেন তিনি "বৃহত্তর কংগ্রেস পরিবারের কংগ্রেসসদস্য" হিসাবে অব্যাহত থাকবেন, যার অর্থ তিনি তৃণমূল কংগ্রেসকে বিজেপির বিরুদ্ধে লড়াই করার জন্য সর্বোত্তম মাধ্যম হিসাবে দেখেছেন।
All Rights Reserved © Copyright 2024 | Design & Developed by Webguys Direct