আপনজন ডেস্ক: সংযুক্ত কিষাণ মোর্চার ডাকা বনধে একেবারেই প্রভাব পড়ল না হাওড়ায়। যদিও এই হরতালকে বাম সংগঠনগুলো সমর্থন জানিয়েছে। বনধ সমর্থন করে রাস্তায় নামলেও বাস চলাচল প্রায় স্বাভাবিক ছিল।
দেশজুড়ে ডাকা হরতাল উপেক্ষা করে হাওড়া স্টেশনে প্রি-পেইড ট্যাক্সি বুথের সামনে গাড়ি রয়েছে। রাস্তায় ট্যাক্সি, প্রাইভেট গাড়ি, সরকারি ও বেসরকারি বাস চলছে। তবে এখনও পর্যন্ত গাড়ির সংখ্যা অন্যান্য দিনের থেকে কিছুটা কম। উল্লেখ্য, আজ দেশজুড়ে হরতালের ডাক দিয়েছে সংযুক্ত কিষাণ মোর্চা। কেন্দ্রের তিন কৃষি আইনের বিরোধিতায় হরতালের ডাক দেওয়া হয়েছে। তিন কৃষি আইনের বিরুদ্ধে গত নভেম্বর থেকে দিল্লিতে আন্দোলনে নেমেছেন কৃষকরা। এদিন ২৭ সেপ্টেম্বর সেই কৃষক আন্দোলনের দশ মাস পূর্ণ হয়েছে।
এদিন তারই অংশ হিসেবে এই হরতালের ডাক দিয়েছেন সারা ভারত সংযুক্ত কিষাণ মোর্চা। এই বনেধকে নৈতিক সমর্থক জানানোয় বনধের বিরোধিতায় নামেনি শাসক দল।
All Rights Reserved © Copyright 2024 | Design & Developed by Webguys Direct