আপনজন ডেস্ক: একটি সূতো তৈরি কারখানার ডাইং মেশিনের গরম জলে ৩ শ্রমিক দগ্ধ হয়েছে। দগ্ধ শ্রমিকদের উদ্ধার করে ইস্ট ওয়েস্ট মেডিকেলে পাঠানো হয়েছে। বিকেল সাড়ে পাঁচটার দিকে জামগড়া এলাকার ওয়ান থ্রেড অ্যান্ড এক্সেসরিজ বিডি লিমিটেড কারখানায় এ ঘটনা ঘটে। দগ্ধরা হলেন- আশুলিয়ার রশিদ মার্কেট এলাকার মো. হেলাল (৩০), নেত্রকোনা জেলার বাসিন্দা শ্রী রঞ্জন (২৩) ও বগুড়া জেলার লিমন (২৪)। তারা সবাই ওই কারখানার ডাইং অপারেটর। প্রত্যক্ষদর্শী শ্রমিক আকতারুল ইসলাম জানান, ওই কারখানায় সুতো ডাইং মেশিনের মাধ্যমে বিভিন্ন কালারের রূপান্তর করা হয়। বিকেল সাড়ে ৫ টার দিকে সুতো রংয়ের কাজ চলছিল। এমন সময় বিদ্যুৎ চলে গেলে দগ্ধ শ্রমিকরা ডাইং মেশিনের মুখ খোলেন। এসময় বিদ্যুৎ চলে আসলে হঠাৎ ডাইং মেশিনের গরম জলে তাদের পুরো শরীরে ছিটকে আসে। ঘটনার সত্যতা নিশ্চিত করে ডিইপিজেড ফায়ার সার্ভিসের সিনিয়র স্টেশন অফিসার জাহাঙ্গীর আলম বলেন, দগ্ধ শ্রমিকদের উদ্ধার করে হাসপাতালে পাঠানো হয়েছে। তারা সবাই প্রাণে বেঁচে আছেন। শরীরের অনেকাংশ পুড়ে গিয়েছে।
All Rights Reserved © Copyright 2024 | Design & Developed by Webguys Direct