আপনজন ডেস্ক: অসমের দরং জেলায় ব্রহ্মপুত্রের চর এলাকায় কথিত ‘অনুপ্রবেশকারীদের’ উচ্ছেদ অভিযান চালানোর সময় নিরস্ত্র বাসিন্দাদের গুলিকে করে হত্যা করে। একজনকে গুলি করে হত্যা করার পর অসম সরকারের নিয়োজিত চিত্রগ্রাহক সেই মৃতদেহের উপর লাথি মেরে উল্লাস প্রকাশ করায় দেশজুড়ে নিন্দার ঝড় উঠেছে। এবার সরব হলেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। ভবানীপুরে নির্বাচনী প্রচারে গিয়ে অসমের ঘটনাকে কেন্দ্র করে বিজেপির বিরুদ্ধে সুর চড়ালেন মমতা। দরংয়ের ঘটনা নিয়ে অসমের বিজেপি সরকারের সমালোচনা করে মমতা বলেন, ‘বিজেপি তো ডান্সিং ড্রাগন। মৃতদেহ উপর উঠে নাচছে। মৃতদেহ দেখলেই ঝাঁপিয়ে পড়া কোনও পার্টির কাজ হতে পারে না। অসমে মানবাধিকার না থাকলেও সেখানে জাতীয় মানবাধিকার কমিশন যায় না। তারা শুধু পশ্চিমবঙ্গে আসে।’
২০২৪ সালের লোকসভা নির্বাচন যে পাখির চোখ তা এদিন বুঝিয়ে দিয়ে তৃণমূল নেত্রী কেন্দ্রীয় সরকার এবং বিজেপিকে তুলোধনা করলেন। মমতা বললেন, হেরে গিয়ে এজেন্সি পাঠাচ্ছে। ১৪৪ ধারা দিয়ে অভিষেককে আটকাচ্ছে। ত্রিপুরায় কাউকে ঢুকতে দিচ্ছে না। তোমাদের ভাগ্য ভালো, তোমাদের সবাইকে ঢুকতে দিই আর এখানে বহিরাগতরা এসে উসকাচ্ছে। আমরা চাইলে কান মুলে ফেরত পাঠিয়ে দিতে পারি।
মমতা ভবানীপুরকে মিনি ভারতবর্ষ বলে অভিহিত করে বলেন, বিজেপিকে একটিও ভোট দেবেন না। এখন গ্যাসের দাম প্রায় একহাজার হয়েছে। জিতলে দশ হাজার করে দেবে। ভবানীপুর জেতার পর আমরা অন্য রাজ্যেও যাব। বিজেপি শাসিত রাজ্যে কেউ থাকতে পারে না। বিজেপি জীবন নিতে জানে, দিতে জানে না। এদের দেশ ছাড়া করতেই হবে। বিজেপিকে দেশছাড়া করবই।’
এখন প্রধানমন্ত্রী বিদেশ সফর করে ফিরছেন। অথচ রোমে আগমী ৬ অক্টোবর থেকে শুরু হচ্ছে বিশ্ব শান্তি সম্মেলনে বাংলার মুখ্যমন্ত্রীকে যেতে অনুমতি দেওয়া হয়নি। তা িনয়ে মমতা বলেন, বিশ্ব শান্তি নিয়ে রোমে অনুষ্ঠান রয়েছে। ইতালি সরকার বিশেষ অনুমতি দিয়েছিল। সেই অনুষ্ঠানে যেতে দেওয়া হচ্ছে না। অনুষ্ঠানে মিশরের ইমাম, জার্মান চ্যান্সেলর, পোপ, ইতালির প্রধানমন্ত্রী থাকবেন। কেন্দ্রীয় সরকার আমায় যাওয়ার অনুমতি দিল না। ওরা না পারে গাইতে, না পারে নাচতে। গান করলেও স্বরলিপিটা জানতে হয়। পারে শুধু ছবি তুলতে। আমি শুধু ভাবি, কবে এরা একে অপরের ছবি দেখতে দেখতে বিরক্ত হয়ে যাবে।’
All Rights Reserved © Copyright 2024 | Design & Developed by Webguys Direct