আপনজন ডেস্ক: ভবানীপুর আসনে উপনির্বাচনকে মাথায় রেখে রবিবার পদ্মপুকুরের প্রচার সভা থেকে বিজেপিকে তুলোধোনা করলেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়। তিনি সাফ জানিয়ে দিলেন, ত্রিপুরায় ১৪৪ ধারা জারি করেও লাভ হবে না। তাঁকে এভাবে আটকাতে পারবে না বিপ্লব দেবের প্রশাসন। ত্রিপুরায় তৃণমূল গণতন্ত্র স্থাপন করবেই । এদিনের সভাতে রণং দেহি মেজাজে ত্রিপুরায় আক্রমণ ও বাধা প্রসঙ্গে বিজেপিকে তীব্র আক্রমণ করেন অভিষেক।
একই সঙ্গে বিজেপিকে চ্যালেঞ্জ ছুঁড়ে তিনি বলেন, 'আমি যাতে ত্রিপুরা ঢুকতে না পারি তাই আপনারা ১৪৪ ধারা জারি করে রেখেছেন।আপনাদের দল নাকি দেশের সব থেকে বড় দল, তাহলে তৃণমূলকে দেখে এত ভয় কিসের? ১৪৪ ধারা তুললে ২৪ ঘণ্টার মধ্যেই আমি ত্রিপুরায় যাব। ওখানে ঘাসফুল ফুটবেই। দেখি আমাকে কে আটকায়।' এর পর তিনি আরও বলেন, ' ভবানীপুরে মমতা বন্দ্যোপাধ্যায় না জিতলে গোটা ভারত বিপদের মুখে পড়বে। সঠিক সময়ে সঠিক জায়গায় ভোট দেবেন।এক লক্ষ ভোটে জেতাতে হবে মমতা বন্দ্যোপাধ্যায়কে।'
All Rights Reserved © Copyright 2024 | Design & Developed by Webguys Direct