আপনজন ডেস্ক: আধারের সঙ্গে ইউএএন লিঙ্ক করানো বাধ্যতামূলক করা হয়েছে । ইউএএন-এর সঙ্গে আধার লিঙ্ক না থাকলে গ্রাহকদের সমস্যায় পড়তে হতে পারে। বলা হয়েছিল যে আধার ও ইউএএন লিঙ্ক করানো না থাকলে নিয়োগকারীর প্রভিডেন্ট ফান্ডের টাকা জমা পড়বে না অ্যাকাউন্টে। এমনকি পিএফ-এর টাকা তুলতে গিয়েও সমস্যায় পড়তে হতে পারে।
যদিও দিল্লি হাইকোর্টে মামলার পরিপ্রেক্ষিতে আদালত জানান, ইপিএফ-এর ইউনিভার্সাল অ্যাকাউন্ট নম্বরের সঙ্গে আধার নম্বর লিঙ্ক করার সময় সীমা বাড়িয়ে ৩১ নভেম্বর ২০২১ করা হবে। আধার লিঙ্কিংয়ের বিষয়ে জানানো হয়েছে, আধার যাচাই বা প্রমাণীকরণের ব্যর্থ হলে কর্মীদের কোনও সুবিধা থেকে বঞ্চিত করা যাবে না । নির্দেশে বলা হয়েছে, যে ব্যক্তিদের আধার নম্বরের সঙ্গে ইউএএন-লিঙ্কিং বাকি রয়েছে, তাঁদের আধার ও ইউএএন লিঙ্ক করার সময়সীমা বাড়িয়ে ৩১ নভেম্বর ২০২১ করা হয়েছে । বিচারক জানিয়েছেন, যাদের লিঙ্কিং করা নেই তাদের নিয়োগকর্তাদের ইপিএফএ টাকা জমা দেওয়ার অনুমতি দেওয়া হয়েছে । আধারের রায় অনুযায়ী বাধ্যতামূলক সিডিং বৈধ কি না তা নির্ধারিত না হওয়া পর্যন্ত, কর্মীদের সুবিধাগুলি থেকে বাদ দেওয়া যাবে না ।
All Rights Reserved © Copyright 2024 | Design & Developed by Webguys Direct