আপনজন ডেস্ক: পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের রোম সফরের অনুমতি দেয়নি কেন্দ্র সরকার। যা নিয়ে আগেরদিনই প্রধানমন্ত্রীকে কাঠগড়ায় তুলে ক্ষোভ প্রকাশ করেছিলেন তৃণমূল সুপ্রিমো। আর এদিন বিরোধী দলের প্রধান নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের পাশে দাঁড়িয়ে কেন্দ্রীয় সরকারকে বিঁধলেন বিজেপিরই সাংসদ সুব্রহ্মণ্যম স্বামীর। তাঁর প্রশ্ন, কেন মমতার রোম সফর বাতিল করলো কেন্দ্র?
এদিন ট্যুইটারে রাজ্যসভার বিজেপি সাংসদ লেখেন, 'রোমে আন্তর্জাতিক সম্মেলনে যোগ দিতে বাংলার মুখ্যমন্ত্রীকে কেন বাধা দেওয়া হল? কোন আইনে মমতাকে আটকাল স্বরাষ্ট্র মন্ত্রক? সংবিধানের ১৯ নম্বর ধারায় ভ্রমণের স্বাধীনতা মৌলিক অধিকার। যদিও কিছু বিধিনিষেধ নিয়ে সুপ্রিম কোর্ট অনেক রায় দিয়েছে। কিন্তু সেখানে মুখ্যমন্ত্রী পদের উপযুক্ত নয়, এমন কারণ নেই।' ইতালির একটি বেসরকারি সংস্থা কমিউনিটি অফ সেইন্ট এগিডিও-এর উদ্যোগে আগামী ৬ ও ৭ অক্টোবর রোমে বিশ্ব শান্তি বৈঠকের আয়োজন করা হয়েছে। সেখানে উপস্থিত থাকার কথা জার্মানির চ্যান্সেলর অ্যাঞ্জেলা মর্কেল, পোপ ফ্রান্সিস, মিশরের ইমাম ও ইতালির প্রধানমন্ত্রীর। সেই অনুষ্ঠানেই আমন্ত্রণ করা হয়েছিল বাংলার মুখ্যমন্ত্রীকে। কিন্তু কেন্দ্রের তরফে চিঠি দিয়ে জানানো হয়েছে, যে কর্মসূচিতে বাংলার মুখ্যমন্ত্রীকে আমন্ত্রণ জানানো হয়েছে, বিদেশ মন্ত্রক মনে করে, এই অনুষ্ঠানে একটি রাজ্যের মুখ্যমন্ত্রীর অংশগ্রহণ করা ঠিক নয়।
All Rights Reserved © Copyright 2024 | Design & Developed by Webguys Direct