আপনজন ডেস্ক: আফগানিস্তানে ফের শিরশ্ছেদ ও হাত কাটার আইন শিগগিরই ফিরিয়ে আনবে তালেবান। তবে প্রকাশ্যে তা বাস্তবায়ন করা হবে না। জানালেন তালেবানের প্রতিষ্ঠাতা সদস্য মোল্লা নুরুদ্দিন তুরাবি। এক সাক্ষাৎকারে মোল্লা নুরুদ্দিন তুরাবি বলেন, \'নিরাপত্তার জন্য হাত কাটার বিধান চালু করা প্রয়োজন। অবশ্য ১৯৯৬ সালে প্রথম দফায় ক্ষমতায় আসার পর জনসম্মুখে মৃত্যুদণ্ড কিংবা হাত কাটার বিধান করা হলেও এবার আর তা নাও হতে পারে।\'
নতুন দণ্ডবিধির বিরুদ্ধে সমালোচনা গ্রহণযোগ্য নয় উল্লেখ করে তিনি আরও বলেন, \' আমাদের আইন কেমন হবে তা কেউ বলতে পারবে না।\' জাতিসংঘের নিষেধাজ্ঞা তালিকায় থাকা তুরাবি বলেন, \'শাস্তিগুলো প্রকাশ্যে কার্যকর করা হবে কিনা সে বিষয়ে তালেবানের মন্ত্রিসভায় আলোচনা চলছে।\' তার এ ব্যাপারে একটি নীতি নির্ধারণ করবেন। গত ১৫ আগস্ট আফগানিস্তানে ক্ষমতায় আসার পর থেকে তালেবানরা তাদের আগের আমলের তুলনায় নমনীয় শাসনের প্রতিশ্রুতি দিয়ে আসছে। কিন্তু ইতিমধ্যেই দেশজুড়ে বেশ কয়েকটি মানবাধিকার লঙ্ঘনের খবর পাওয়া গিয়েছে।
All Rights Reserved © Copyright 2024 | Design & Developed by Webguys Direct