আপনজন ডেস্ক: বঙ্গোপসাগরে সৃষ্টি হচ্ছে একটি গভীর নিম্নচাপ ক্রমেই যা ঘূর্ণিঝড়ে পরিণত হচ্ছে। যা নিয়ে সতর্ক করে দিচ্ছে আবহাওয়া দপ্তর। আবহাওয়া দপ্তর ইতিমধ্যে তাদের ওয়েবসাইটে একটি ঘূর্ণিঝড় বা সাইক্লোনের আগমন ঘটতে পারে বলে সতর্ক করে দিয়েছে। ঘূর্ণিঝড় সংক্রান্ত তাদের একটি আবহাওয়ার বুলেটিনে বলা হচ্ছে, আজ নিম্নচাপটির ঘূর্ণিঝড়ে পরিণত হওয়ার প্রবল আশঙ্কা রয়েছে।
নতুন এই ঘূর্ণিঝড়টির গতি-প্রকৃতি দেখে মনে হচ্ছে, রবিবার রাত নাগাদ এটি অন্ধ্র প্রদেশের উত্তরাঞ্চল এবং উড়িষ্যার দক্ষিণাঞ্চল হয়ে অতিক্রম করবে। তবে ভয়ের কোন কারণ নেই, এটা হবে একটি স্বল্প শক্তির ঘূর্ণিঝড়। এর গতিবেগ হবে ঘণ্টায় ৬০-৭০ কিলোমিটার পর্যন্ত। ঘূর্ণিঝড় গুলাব মূলত উড়িষ্যায় আঘাত হানবে। আর এই ঝড়ের প্রভাবে পশ্চিমবঙ্গের উপকূলীয় অঞ্চলে বৃষ্টি হতে পারে। বিশ্ব আবহাওয়া সংস্থার আঞ্চলিক কমিটি অঞ্চলভেদে একেকটি ঝড়ের নামকরণ করে। যেমন ভারত মহাসাগরের ঝড়গুলোর নামকরণ করে এই সংস্থায় অন্তর্ভুক্ত ৭টি দেশ। দেশগুলো- বাংলাদেশ, ভারত, পাকিস্তান, মালদ্বীপ, মায়ানমার, শ্রীলঙ্কা, থাইল্যান্ড এবং ওমান। এদের প্যানেলকে বলা হয় WMO/ESCAP।এবারকার ঘূর্ণিঝড়ের ‘গুলাব’ নামটি প্রস্তাব করা হয় পাকিস্তানের পক্ষ থেকে।
All Rights Reserved © Copyright 2024 | Design & Developed by Webguys Direct