আপনজন ডেস্ক: পুজোর সময় এমনিতেই বেশ কয়েকটিন ছুটি থাকে। তার উপর পুজোর মাসে আর বেশ উৎসবের ছুটি এসে যাওয়ায় ব্যাঙ্ক বন্ধের দিনের সংখ্যা কুড়ি পেরিয়ে যাবে। বিভিন্ন সরকারি ছুটির তালিকা মিলিয়ে দেখা যাচ্ছে রবিবার ও দ্বিতীয় শনিবার মিলিয়ে নয় নয় করে ২১ দিন ব্যাঙ্ক বন্ধ থাকছে অক্টোবর মাসে। যদিও এই ২১ দিন ছটি পশ্চিমবঙ্গে না থাকলেও অনেকদিনই বন্ধ থাকছে। এর ফলে ব্যাঙ্ক কর্মীদের মিলবে সাম্প্রতিক কালে এক মাসে সবচেয়ে বেশি ছূটি।
এই ছুটি থাকায় মানুষের পক্ষে টাকা তুলতে যে সমস্যা হবে তা বলার অপেক্ষা রাখে না।
অক্টোবর মাসে মহাত্মা গান্ধীর জন্মজয়ন্তী, দুর্গাপুজো, ঈদ-এ মিলাদুন্নিবী ছাড়াও একাধিক রাজ্যের আঞ্চলিক উৎসবের জন্য ছুটি রয়েছে। তবে, সেক্ষেত্রে পশ্চিমবঙ্গে সব ছূটি অবশ্য লাগু নাও হতে পারে।
যেসব ছুটি পুজোর মধ্যে পড়ছে, তার মধ্যে যেমন কেন্দ্রীয় সরকারের ছুটি রয়েছে তেমনি রাজ্যের নিজস্ব ছুটি রয়েছে। তাই বিভিন্ন রাজ্যে ছুটির ব্যাপারে তারতম্য থাকবে।
এক নজরে ছুটির তালিকা: ১ অক্টোবর : ব্যাঙ্কের হাফ ইয়ার্লি ক্লোজিং (গ্যাংটক)
২ অক্টোবর: মহাত্মা গান্ধী জন্মজয়ন্তী (সব রাজ্যের জন্য)
৩ অক্টোবর: রবিবার
৬ অক্টোবর: মহালয়া (পশ্চিমবঙ্গ সহ কয়েকটি রাজ্যে)
৭ অক্টোবর: মোরা চৌরেলা হাওবা (ইম্ফল)
৯ অক্টোবর: মাসের দ্বিতীয় শনিবার
১০ অক্টোবর: রবিবার
১২ অক্টোবর: দুর্গাপুজো মহাসপ্তমী (পশ্চিমবঙ্গ ও ত্রিপুরা)
১৩ অক্টোবর: দুর্গাপুজো মহাঅষ্টমী (পশ্চিমবঙ্গ ও ত্রিপুরাসহ কয়েকটি রাজ্য)
১৪ অক্টোবর: দুর্গাপুজো মহানবমী ও দশেরা (পশ্চিমবঙ্গ ও ত্রিপুরাসহ কয়েকটি রাজ্য)
১৫ অক্টোবর: দুর্গাপুজো বিজয়া দশমীও দশেরা (পশ্চিমবঙ্গ ও ত্রিপুরাসহ কয়েকটি রাজ্য)
১৬ অক্টোবর: দুর্গাপুজো (গ্যাংটক)
১৭ অক্টোবর: রবিবার
১৮ অক্টোবর: বিহু উৎসব (গুয়াহাটি)
১৯অক্টোবর: ঈদ-ই-মিলাদুন্নবী
২০ অক্টোবর: লক্ষ্মী পুজো/ ঈদ-ই-মিলাদুন্নবী (পশ্চিমবঙ্গ ও ত্রিপুরাসহ কয়েকটি রাজ্য) ২২ অক্টোবর: শুক্রবার ও ঈদ-ই-মিলাদুন্নবী (জম্মু, শ্রীনগর)
২৩ অক্টোবর ২৩: চতুর্থ শনিবার
২৪ অক্টোবর: রবিবার
২৬ অক্টোবর:অধিগ্রহণ দিবস (জম্মু,শ্রীনগর)
৩১অক্টোবর: রবিবার
All Rights Reserved © Copyright 2024 | Design & Developed by Webguys Direct