সাদ্দাম হোসেন মিদ্দে, সাগর: ধেয়ে আসছে ঘূর্ণিঝড় গুলাব। ফের ক্ষতিগ্রস্থ হওয়ার আশঙ্কা দক্ষিণ চব্বিশ পরগনা জেলার উপকূলীয় এলাকা। আগাম সতর্কতা অবলম্বন করেছে জেলা প্রশাসন। নদীবাঁধ পরিদর্শন করে বাঁধের স্বাস্থ্য খতিয়ে দেখলেন সুন্দরবন উন্নয়ন মন্ত্রী বঙ্কিম চন্দ্র হাজরা।
শনিবার বঙ্কিম বাবু সাগর ব্লকের বঙ্কিম নগরে যান। নদীবাঁধ পরিদর্শন করেন তিনি। পাশাপাশি কথা বলেন সাধারণ মানুষের সঙ্গে। আশ্বাস দেন দুর্যোগকালিন সময়ে সরকার তাদের পাশে থাকবে।
রবিবার থেকে ঘুর্ণিঝড় গুলাব আছড়ে পড়বে বলে পূর্বাভাস দিয়েছে আলিপুর আবহাওয়া অফিস। পাশাপাশি আগামী ৫ দিন ধরে ফের টানা বৃষ্টির পূর্বাভাস রয়েছে। ঘূর্ণিঝড় সর্বনিম্ন ৫৫ ও সর্বচ্চ ৭৫ কিলোমিটার বেগে বইতে পারে জানান হয়েছে।
রাজ্য সরকার ইতোমধ্যে রাজ্য সরকারি কর্মীদের ছুটি বাতিল ঘোষণা করেছে। শনিবার নবান্ন থেকে এই ঘোষণা করেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।
All Rights Reserved © Copyright 2024 | Design & Developed by Webguys Direct