সজিবুল ইসলাম, ডোমকল: গত ২৪ শে অগাস্ট থেকে ২১শে সেপ্টেম্বর শ্রীলংকায় অনুষ্ঠিত হয়ে গেল গ্লোবাল ভার্চুয়াল ক্যারাটে চ্যাম্পিয়নশিপ ২০২১, এই চ্যাম্পিয়নশিপের আয়োজক ছিলো ইউনিভার্সাল সোতোকান ক্যারাটে ইউনিয়ন শ্রীলংকা ব্রাঞ্চ। ভারত, বাংলাদেশ,শ্রীলংকা,নেপাল সহ বিশ্বের ৪৫ দেশের ১০৩৪ জন এই প্রতিযোগিতায় অংশগ্রহণ করে। মুর্শিদাবাদের ডোমকলের 'মুর্শিদাবাদ ক্যারাটে স্কুল থেকে দুই জন ক্যারাটে খেলোয়াড় এই প্রতিযোগিতায় অংশগ্রহণ করে নজরকাড়া সাফল্য অর্জন করলো |
১২ বছরের গার্লস্ কাতা ইভেন্টে সাইনা ইসলাম এবং ৭ বছরের গার্লস্ কাতা ইভেন্টে সানজিনা ইসলাম বিশ্বের তাবড় তাবড় খেলোয়াড় দের হারিয়ে স্বর্ণ পদক জয় লাভ করে।রেজিনগর থানার নাজিরপুর গ্রামের বাসিন্দা সাইনা ও সানজিনা দুই বোন। এর আগেও এরা একাধিক বার আন্তর্জাতিক, জাতীয় ও রাজ্য স্তরের ক্যারাটে চ্যাম্পিয়নশিপে স্বর্ণ পদক লাভ করেছে।
এই দুই বোনের পিতা পেশায় শিক্ষক বাসিরুল ইসলাম বলেন " এই প্রতিযোগিতাটা বেশ কঠিন ছিলো, সাইনা ও সানজিনা তাদের কঠোর পরিশ্রমের ফল পেলো, খুব ভালো লাগছে, আরও ওনেকদূর এগিয়ে যেতে হবে |" এদের কোচ আলমগীর খাঁন বলেন " আমি আমার সাধ্য মত এদের প্রশিক্ষণ দিই, আশা করি ওরা আরও এগিয়ে যাবে | এই জয়ে খুশির হাওয়া গোটা মুর্শিদাবাদ জেলা জুড়ে |
All Rights Reserved © Copyright 2024 | Design & Developed by Webguys Direct