আপনজন ডেস্ক: আনন্দবাজার গোষ্ঠীর এমেরিটাস সম্পাদক এবং আনন্দবাজার গ্রুপ অফ পাবলিকেশনের ভাইস চেয়ারম্যান অভীক সরকার ফের দেশের শীর্ষ সংবাদ সংস্থা প্রেস ট্রাস্ট অফ ইন্ডিয়ার (পিটিআই) চেয়ারম্যান নির্বাচিত হলেন। পিটিআই-এর পরিচালনা পর্ষদ তাদের বৈঠকে সরকারের দুই বছরের মেয়াদের জন্য পুনরায় নির্বাচন অনুমোদন করেছে।
ডেকান হেরাল্ড এবং কন্নড় ভাষার দৈনিক প্রজাভানি প্রকাশকারী প্রিন্টার্স (মহীশূর) প্রাইভেট লিমিটেডের পরিচালক কে এন শান্ত কুমার ভাইস-চেয়ারম্যান নির্বাচিত হয়েছেন। ৭৬ বছর বয়সি অভীক সরকার ছাত্র থাকাকালীন সাংবাদিক হিসেবে প্রশিক্ষণ শুরু করেন স্কুল জীবনের পর থেকে। কলকাতা বিশ্ববিদ্যালয় থেকে স্নাতক হওয়ার পর তিনি ব্রিটেনে যান। যেখানে তিনি দ্য সানডে টাইমসের কিংবদন্তি সম্পাদক স্যার হ্যারল্ড ইভান্সের তত্ত্বাবধানে আসেন। তিনি ডিজাইনে এডউইন টেলর এবং সাব-এডিটিংয়ে ইয়ান জ্যাকের মতো আইকনিক ব্যক্তিত্বদের দ্বারা সাংবাদিকতা শিক্ষা প্রতিষ্ঠান থেকে প্রশিক্ষিত হন।
আনন্দবাজার গ্রুপের প্রধান সম্পাদক হিসেবে সরকার এই গ্রুপের প্রকাশনার রূপান্তরের পেছনে তিনি ছিলেন প্রধান রূপকার। এর মধ্যে রয়েছে বাংলা দৈনিক আনন্দবাজার পত্রিকা এবং ইংরেজি দৈনিক দ্য টেলিগ্রাফ। উভয়ই তিনি ব্যক্তিগতভাবে সম্পাদনা করেছিলেন।
এছাড়াও, কলকাতা ভিত্তিক তার সংস্থা বিভিন্ন ভাষায় ছয়টি টেলিভিশন সংবাদ চ্যানেল পরিচালনা করে, যার মধ্যে সবচেয়ে উল্লেখযোগ্য হল হিন্দি ভাষার এবিপি নিউজ। বাংলায় এবিপি আনন্দ। এমনকী মারাঠি ভাষায়ও।
All Rights Reserved © Copyright 2024 | Design & Developed by Webguys Direct