আপনজন ডেস্ক: এ বছর সৌদি আরবে বিদেশিদের উমরাহ পালনের সময় বিভিন্ন মহিলা স্বেচ্ছাসেবক রাখার ব্যবস্থা করা হয়েছিল। মহলিা উমরাহ পালনকারীদের সহায়তার ওই সব মহিলা নিরাপত্তা বাহিনী বিশেষ ভাবে এগিয়ে এসেছিলেন। তাতে উমরাহযাত্রীদের বিশেষ সুবিধা হয়েছিল। এবার মহিলা হজযাত্রীদের সেবা দিতে সৌদি আরবের মক্কা-মদিনার দুই পবিত্র মসজিদের জন্য ৬০০ নারী কর্মীকে প্রশিক্ষণ দেওয়া হয়েছে।
সৌদি আরবের মহিলা উন্নয়নবিষয়ক মন্ত্রণালয় শুক্রবার এ তথ্য জানিয়েছে। মন্ত্রণালয়ের নারী উন্নয়ন বিভাগের উপ প্রধান আল-নাউদ আল-আবৌদ বলেন, প্রশিক্ষণপ্রাপ্ত এসব কর্মীদের মধ্যে ৩১০ জন এ মন্ত্রণালয়ের কর্মী।
এছাড়া নারী বিজ্ঞানী, বুদ্ধিজীবী ও নির্দেশনা বিভাগের প্রধান নোরা আল-থুয়াইবির দফতরের আরও ২০০ নারী কর্মী মসজিদে হজযাত্রীদের সেবা দিতে প্রশিক্ষণ নেন। বাকি প্রশিক্ষণপ্রাপ্তরা হলেন সৌদির নারী প্রশাসন ও সেবা বিভাগের প্রধান ক্যামিলিয়া আল- দাদির দফতরের নারী কর্মীরা। সৌদি কর্তৃপক্ষ এক প্রেস বিজ্ঞপ্তিতে শুক্রবার এসব তথ্য জানিয়েছে।
All Rights Reserved © Copyright 2024 | Design & Developed by Webguys Direct