আপনজন ডেস্ক: ফের আত্মঘাতী বোমা হামলা হল সোমালিয়ার রাজধানী মোগাদিসুতে। সোমালিয়ার প্রেসিডেন্টের বাসভবনের কাছে এক পুলিশ ফাঁড়িতে আত্মঘাতী বোমা হামলা চালানোয় কমপক্ষে আটজন নিহত হয়েছে।
পুলিশ বাহিনীর মুখপাত্র জানিয়েছেন, জঙ্গি গোষ্ঠী আল শাবাব এই হামলা চালিয়েছে। আত্মঘাতী গাড়িবোমা হামলায় বিধ্বস্ত এ নিরাপত্তা চৌকিটি সোমালিয়ার প্রেসিডেন্টের বাসভবনের কাছে অবস্থিত। এ নিরাপত্তা চৌকিটি মোগাদিসু বিমানবন্দরের প্রধান সড়কে অবস্থিত। মোগাদিসু বিমানবন্দরের এ সড়কটি সোমালিয়ার প্রেসিডেন্ট ও প্রধানমন্ত্রী ব্যবহার করেন।
গণমাধ্যমে এক বিবৃতিতে সোমালিয়ার পুলিশ বাহিনীর মুখপাত্র আব্দিফাতাহ আদেন হাসান বলেন, শনিবারের আত্মঘাতী বোমা হামলায় হতাহতের সংখ্যা আরো বাড়তে পারে। বোমা হামলায় আহত ও নিহত ব্যক্তিদেরকে তাদের স্বজনরা নিয়ে গেছেন। মূলত, সোমালি প্রেসিডেন্টের বাসভবনের কাছে অবস্থিত একটি নিরাপত্তা চৌকিকে লক্ষ্য করে এ আত্মঘাতী হামলাটি করা হয়েছিল। আত্মঘাতী বোমা হামলার সাথে আল-শাবাব জড়িত।
এ বোমা হামলার মাধ্যমে তারা আট ব্যক্তিকে হত্যা করেছে। নিহত ব্যক্তিদের মধ্যে রয়েছে একজন সেনা সদস্যও আছেন। এছাড়া এ আত্মঘাতী হামলায় এক নারী ও তার দু’শিশু নিহত হয়। আল-শাবাব সাধারণ মানুষদের ওপর গণহত্যা চালাচ্ছে। এদিকে এক সংক্ষিপ্ত বিবৃতিতে আল-শাবাব নিশ্চিত করেছে যে তারা এ আত্মঘাতী গাড়িবোমা হামলা চালিয়েছে।
All Rights Reserved © Copyright 2024 | Design & Developed by Webguys Direct