আপনজন ডেস্ক: দুর্গা পূজার আগে রাজ্যের বেহাল রাস্তা মেরামতের নির্দেশ দিল পশ্চিমবঙ্গ সরকার। যদিও লাগাতার বৃষ্টির কারণে রাস্তায় বর্ষা ক্ষত সংস্কার করা হয়নি। তাই এবার যুদ্ধকালীন পরিস্থিতিতে রাজ্যের ছোট বড় সব রাস্তা মেরামত করার নির্দেশ নবান্নের। পরিষ্কার করে জানিয়ে দেওয়া হয়েছে, পুরসভা থেকে পঞ্চায়েত, পূর্ত দফতর থেকে সেচ দফতর তাদের অধীনে থাকা নিজের নিজের রাস্তাগুলোকে অবিলম্বে মেরামত করবে। কে এম ডি এ থেকে শুরু করে পি ডাবলু ডি এবং সেচ দফতরের জেলা আধিকারিক দের রাস্তার মেরামতের জন্য রিপোর্ট তৈরি করতে বলা হয়েছে।
কলকাতা পুরসভার অধীনে থাকা ৩১৮ টি রাস্তার অবস্থা খুবই খারাপ।তালিকায় রয়েছে ডায়মন্ড হারবার রাস্তা। যে সব জায়গা জলবন্দি অবস্থা রয়েছে। সেই সব জায়গা জল জমা পরিস্তিতি উন্নত হলে, সেখানেও দ্রুত রাস্তার মেরামতের কাজ শুরু করতে নির্দেশ দেওয়া হয়েছে। দুর্যোগ কেটে গেলে যুদ্ধকালীন তৎপরতায় সমস্ত রাস্তা মেরামত করার নির্দেশ দিয়েছেন মুখ্যসচিব।
All Rights Reserved © Copyright 2024 | Design & Developed by Webguys Direct