যমুনা নদীর কুতুবপুর ঘাট এলাকায় জেলেদের জালে ধরা পড়লো ৪১ কেজি ওজনের একটি (বাঘাইড়) মাছ। এদিন সকাল ৮টার সময় ধুনট পৌর বাজারের আড়তে এই মাছটি এক হাজার টাকা কেজি দরে ৪১ হাজার টাকায় বিক্রি হয়েছে। মাছ ব্যবসায়ী হিরালাল হাওয়ালদার পাইকারী দরে এই মাছটি কিনেছেন। জানা যায়, যমুনা নদীতে নৌকায় চড়ে ফাঁসি জাল নিয়ে বুধবার রাতে মাছ ধরতে নামেন সারিয়াকান্দি উপজেলার কড়িতলা গ্রামের মৎস্যজীবি আনিছুর রহমান ও তার ৩ ছেলে। রাতভর নানা প্রজাতির মাছ ধরা পড়ে তাদের জালে। বৃহস্পতিবার ভোর বেলায় হঠাৎ তাদের জালে ধরা পড়ে বড় আকারের একটি বাঘাইড় মাছ। অনেক চেষ্টার পর কৌশলে বাঘাইড় মাছটি নৌকায় তোলেন তারা। এই মাছটি এক নজর দেখার জন্য মৎস্য ব্যবসায়ীর আড়তে ভিড় করেন নানা বয়সের মানুষ।
All Rights Reserved © Copyright 2024 | Design & Developed by Webguys Direct