আপনজন ডেস্ক: সৌদি আরবে সরকারি-বেসরকারি খাতে বিদেশি কর্মীর সংখ্যা কমে গেছে ৫ লাখ ৭১ হাজার। ২০২০ সালের জুন থেকে চলতি বছরের জুনের মধ্যে চাকরি হারিয়েছেন এই বিপুলসংখ্যক কর্মী। সৌদি আরবের পরিসংখ্যান ও বিমা কর্তৃপক্ষের তথ্য মতে, ২০২০ সালে জুনের শেষে দেশটিতে বিদেশি কর্মী ছিল ৬৭ লাখ। চলতি বছরের জুনে তা কমে দাঁড়ায় ৬১ লাখে। এর মূলে করোনার জন্য এই কর্মী হ্রাস। ঐ একই সময়ের ব্যবধানে মধ্যপ্রাচ্যের দেশটিতে সামাজিক বিমা ব্যবস্থার আওতায় থাকা সরকারি-বেসরকারি খাতে কর্মরত সৌদি ও বিদেশি নাগরিকের সংখ্যা কমেছে ৫ দশমিক ৫ শতাংশ। অর্থাৎ ২০২০ সালের জুনে এ ধরনের ৮৭ লাখ কর্মী থাকলেও এক বছরে তা কমে দাঁড়িয়েছে ৮২ লাখে।
এ বছরের জুনে সরকারি-বেসরকারি খাতে কর্মরত সামাজিক বিমা গ্রহণকারী সৌদি নাগরিকদের সংখ্যা দাঁড়িয়েছে ২০ লাখ ৬০ হাজারে। গত বছর একই সময়ে এর সংখ্যা ছিল ১৯ লাখ ৪০ হাজার। চলতি বছরে সৌদির সামাজিক বিমা গ্রহণকারী বিদেশির সংখ্যা কমেছে ৩ দশমিক ১২ শতাংশ বা ১ লাখ ৯৭ হাজার ৭৪৫ জন।
All Rights Reserved © Copyright 2024 | Design & Developed by Webguys Direct