আপনজন ডেস্ক: অসমের দরং জেলার ঢোলপুর গোরুখুটি এলাকায় পুলিশ ও স্থানীয় লোকজনের মধ্যে সংঘর্ষের সময় কমপক্ষে দুজন বিক্ষোভকারী নিহত ও নয় জন পুলিশ কর্মীসহ অনেকে আহত হয়েছে। অসম সরকারের মতে, এই সব বাসিন্দারা বাংলাদেশ অনুপ্রবেশকারী। তাই তাদের বাড়িঘর ভেঙে দেওয়া হয়েছে।
সোমবার জবরদখলের বিরুদ্ধে অভিযানে প্রায় ৮০০ পরিবারকে উচ্ছেদ করা হয়েছিল। রাজ্য একটি কৃষি প্রকল্পের জন্য ৪,৫০০ বিঘা সরকারি জমি পুনরায় দখল করতে চায় অসম সরকার। বৃহস্পতিবার পুলিশ ফের অভিযান চালায়। নিরাপত্তা কর্মীরা এলাকায় পৌঁছালে হাজার হাজার স্থানীয় লোক এলাকায় জড়ো হয় এবং উচ্ছেদ অভিযানের বিরুদ্ধে স্লোগান দেয়। আসাম মন্ত্রিসভা এর আগে জবরদখলকারীদের কাছ থেকে জমিটি পুরোপুরি পুনরুদ্ধার এবং এটিকে একটি রাজ্য কৃষি প্রকল্পে রূপান্তরিত করার সিদ্ধান্ত নিয়েছিল।
এই অভিযান টি ঢোলপুর বাজার এলাকা, পশ্চিম চুবা এলাকা, ঢোলপুর ১ ও ৩ নং সিপাঝাড় রাজস্ব সার্কেলের অধীনে পরিচালিত হয়েছিল। জেলা প্রশাসনের নিরাপত্তা কর্মী ও কর্মকর্তারা এলাকায় পৌঁছানোর সময় ঢোলপুর ১ ও ৩ নম্বর এলাকার মধ্যে সংঘর্ষ হয়।
সংঘর্ষের ঘটনার একটি ভিডিয়োও ছড়িয়ে পড়েছে সোশ্যাল মিডিয়ায়। তাতে দেখা গিয়েছে, গুলিবিদ্ধ অবস্থায় মাটিতে মরে পড়ে থাকা এক ব্যক্তির উপর ছুটে এসে লাফাচ্ছেন একজন। পাশে দাঁড়ানো পুলিশেরাও ওই গুলিবিদ্ধ ব্যক্তির উপর লাঠি চালাচ্ছে। কয়েক জন পুলিশ তাকে টেনে সরিয়ে নেওয়ার চেষ্টা করলেও গুলিবিদ্ধ ব্যক্তিকে লাথি, ঘুসি মেরেই চলেছেন তিনি। যদিও এই ভিডিয়োর সত্যতা জানা যায়নি।
ব্রহ্মপুত্রের চর অঞ্চলে মূলত সংখ্যালঘু সম্প্রদায়ের মানুষদের বসবাস। এই অঞ্চলের কৃষিজীবী মানুষদের অনেকেই বাংলাদেশি অনুপ্রবেশকারী হিসেবে দাগিয়ে দেওয়া হয় বলে অভিযোগ। যদিও স্থানীয়দের দাবি, বাংলাদেশ থেকে অনেক সময়ই অবৈধ অনুপ্রবেশকারীরা এখানে প্রবেশ করলেও বহু সময়ই পরিচয়ের বিভ্রান্তির জেরে রাজ্যের বাসিন্দা কৃষকদেরও পুলিশি জুলুম সইতে হচ্ছে।
All Rights Reserved © Copyright 2024 | Design & Developed by Webguys Direct