অমরজিৎ সিংহ রায়, বালুরঘাট: বালুরঘাট পুরসভা এলাকায় একশ শতাংশ ভ্যাকসিন দেওয়ার লক্ষ্যে একাধিক উদ্যোগ নিয়েছে দক্ষিণ দিনাজপুর জেলা প্রশাসন ও বালুরঘাট পুরসভা। একাধিকবার সাধারণ মানুষের বাড়ি গিয়ে তথ্য সংগ্রহ করা হচ্ছে কারা কারা ভ্যাকসিন নিয়েছেন , এখনো কতজন ভ্যাকসিন নেননি। দেখা গিয়েছে অনেকেই বিভিন্ন কারণে ভীতসন্ত্রস্ত হয়ে ভ্যাকসিন নিতে আগ্রহ প্রকাশ করছেন না। এমত অবস্থায় বৃহস্পতিবার দুপুরে বালুরঘাট শহরের খাদিমপুর এলাকায় বাড়ি বাড়ি গিয়ে ভ্যাকসিন প্রদান কর্মসূচী চলে মহকুমা শাসকের উপস্থিতিতে। স্বাস্থ্য দফতরের কর্মীদের দেখে অনেকেই টিকা নেবার ভয়ে পালিয়ে গেলেও তাদেরকে ধরে এনে ভ্যাকসিন দেওয়া হয়।স্বয়ং মহকুমা শাসক সুমন দাশগুপ্ত গ্রামবাসীদের বোঝান ভ্যাকসিন নেওয়ার গুরুত্ব কতটা রয়েছে।কেন করোনা ভাইরাসের ভ্যাকসিন নিতে হবে সে বিষয়ের উপরে গ্রামে দাঁড়িয়ে থেকে গ্রামবাসীদের বোঝাতেও দেখা যায় তাকে।
এবিষয়ে অনিল হাঁসদা নামে এক গ্রামবাসী জানান, ভ্যাকসিন নেওয়ার বিষয়ে আমি ভীত সন্ত্রস্ত ছিলাম। আজকে মহকুমা শাসক ভ্যাকসিন এর সম্পর্কে আমাদের বোঝালেন। এরপরই ভ্যাকসিন নিতে রাজি হয়েছি এবং স্বাস্থ্য দপ্তরের কর্মীরা আমাকে ভ্যাক্সিন দিয়েছেন।
এবিষয়ে রুপা সিং নামে এক গৃহবধূ জানান, বাপের বাড়িতে ছিলাম তাই ভ্যাকসিন এতদিন নেওয়া হয়নি। স্বাস্থ্য দফতরের কর্মীরা আমার শ্বশুরবাড়িতে এসে বলে গিয়েছিল আজকে ভ্যাকসিন দেয়ার বিষয়ে। সেইমতো আজকে ভ্যাকসিন নিয়েছি।
All Rights Reserved © Copyright 2024 | Design & Developed by Webguys Direct