আপনজন ডেস্ক: সামনের অক্টোবর মাস থেকে বদলে যাচ্ছে এটিএম কার্ডের লেনদেনের নিয়ম। এমনটাই জানিয়েছে রিজার্ভ ব্যাঙ্ক। ক্রেডিট বা ডেবিট কার্ড থেকে অটো-ডেবিটকালে ব্যাঙ্কগুলিকে মানতে হবে নতুন নিয়ম।বিদ্যুৎ, ফোন, ওটিটি-সহ বিভিন্ন মাধ্যম গ্রাহকের ফোন থেকে অটো ডেবিট হত।টাকা কেটে নেওয়ার পর গ্রাহক মেসেজ পাঠানো হত, কী কারণে তার অ্যাকাউন্ট থেকে ডেবিট হয়েছে। নতুন নিয়মে অক্টোবর মাস থেকে সেই নিয়মে বদল আসছে।
এবার গ্রাহকদের আগে থেকে জানিয়েই সেই অর্থ ডেবিট করতে হবে। সেই ক্ষেত্রেও শর্ত চাপিয়েছে রিজার্ভ ব্যাঙ্ক। মেসেজ কিংবা মেল মাধ্যম গ্রাহককে ডেবিটের ২৪ ঘণ্টা আগে বিবরণ জানাতে হবে। গ্রাহকের তরফে সম্মতি মিললেই ব্যাঙ্ক সেই টাকা অটো-ডেবিট করতে পারবে। আগে হোম লোন, পার্সোনাল লোন এবং গাড়ি লোনের ইএমআই কাটার সময় এই বার্তা পাঠাতে হত ব্যাঙ্কগুলোকে। এবার কার্ড থেকে অটো-পেমেন্ট করতেও সেই নিয়ম মেনে চলতে হবে। অটো ডেবিট ব্যবস্থাকে আরও স্বচ্ছ এবং নিরাপদ করতেই শীর্ষ ব্যাঙ্কের এই সিদ্ধান্ত।
All Rights Reserved © Copyright 2024 | Design & Developed by Webguys Direct