নকীব উদ্দিন গাজী, ডায়মন্ডহারবার: এবার বড় সাফল্য পেল ডায়মন্ডহারবার হসপিটাল। গর্ভবতী মা একসাথে তিন সন্তানের জন্ম দিলেন ডায়মন্ডহারবার হসপিটালে। হাসপাতাল সূত্রে জানা যায় গর্ভবতী মায়ের নাম সাজেদা বিবি। তিনি দক্ষিণ ২৪ পরগনার রায়দিঘি থানা এলাকার মহম্মদ নগরের বাসিন্দা। গত ১০ তারিখ প্রসব যন্ত্রণা নিয়ে ডায়মন্ডহারবার হসপিটাল এ ভর্তি হয় সাজেদা বিবি। ডাক্তারবাবুরা পরীক্ষা-নিরীক্ষার পর বুঝতে পারে তার গর্ভে একসাথে দুটি সন্তান রয়েছে। তড়িঘড়ি তাকে অপারেশন টেবিলে তোলা হলে ডাক্তারবাবুদের চক্ষু চড়ক গাছ। দেখেন একটা দুটো নয় একেবারে তিনটা সন্তান। দীর্ঘ প্রচেষ্টার পর সুস্থ ও স্বাভাবিক ভাবেই জন্মগ্রহণ করেন তিন সন্তান। বর্তমানে মা ও তার তিন সন্তান চিকিৎসাধীন এবং তারা সুস্থ রয়েছে। হাসপাতাল সূত্রে এও জানা যায় এর আগে প্রসূতিটির দুটি সন্তান ছিল। এটি তৃতীয় বার আর তৃতীয়বারেই তিন সন্তানের জন্ম দিলেন রায়দিঘির বাসিন্দা সাজেদা বিবি। স্বামীর নাম মোহর আলী। ডায়মন্ডহারবার মেডিকেল কলেজের চিকিৎসক ডা. সমর হালদার বলেন, ডায়মন্ডহারবার হাসপাতালে উন্নত মানের চিকিৎসার ব্যবস্থা থাকার জন্য তিনটি বেবিকে বাঁচানো গেল। না হলে অনেকটাই সমস্যা হতো, কারণ আলট্রাসনোগ্রাফি করে দেখা গেছিল দুটি বাচ্চা সেই মতন চিকিৎসকরা চিকিৎসা পরিষেবার ব্যবস্থা করা হয়েছিল। সিজার হওয়ার পর দেখা যাচ্ছে দুটি বাচ্চার পরেও আরেকটি বাচ্চা হাসপাতালে মধ্যে সাপোটিং যন্ত্রপাতি থাকার কারণে অনেকটাই বিপদমুক্ত ওই তিন শিশু ।তবে এমন ঘটনায় খুশি ডায়মন্ডহারবার হসপিটালের ডাক্তার বাবু রাও।
All Rights Reserved © Copyright 2024 | Design & Developed by Webguys Direct